প্রতীকী ছবি (Photo Credit: PTI)

নয়াদিল্লি: ২০২২ সালে এশিয়ার (Asia) মধ্যে ভারতেই (India) সবথেকে বেশি আক্রমণ চালিয়েছে হ্যাকাররা (Hackers)। আর পুরো বিশ্বের (World) মধ্যে আমেরিকার (USA) পরে ভারতই হল সেই দেশ যেখানে গত এক বছরে সবথেকে বেশি এই ধরনের হামলা (Attacks) হয়েছে বলে বুধবার প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গেছে।

ওই রিপোর্ট থেকে আরও জানা গেছে, গত বছরে ভারতে সাইবার হামলার (Cyber attacks) ঘটনা ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আসলে বিশ্বের মধ্যে এশিয়া-স্পেসিফিক (Asia-Pacific) এলাকাতেই সাইবার হামলা ঘটনা সবথেকে বেশি ঘটেছে। ২০২১ সালে এই অঞ্চলে ২০.৪ শতাংশ সাইবার হামলা হয়েছিল। ২০২২ সালে সেটা বেড়ে ২৪.১ শতাংশে পৌঁছেছে।

সাইবার সিকিউরিটি ফার্ম (Cyber-Security firm) CloudSEK-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালে উত্তর আমেরিকা (North America), এশিয়া-স্পেসিফিক (Asia-Pacific) ও ইউরোপে (Europe) সবথেকে বেশি সাইবার হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে শুধু এশিয়া-স্পেসিফিক অঞ্চলেই ২৬.৪ শতাংশ সাইবার হামলার ঘটনা বেড়েছে।

ওই রিপোর্ট থেকে আরও জানা গেছে, উত্তর আমেরিকা ২০২১ সালে সাইবার হামলার দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু, ২০২২ সালে সেখানে সাইবার হামলার ঘটনা কিছুটা কমার ফলে তারা তৃতীয় স্থানে নেমে গেছে। সেখানে সম্ভবত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপে সাইবার হামলার ঘটনা বেড়েছে। তাই তারা পৌঁছে গেছে দ্বিতীয় স্থানে।