
নয়াদিল্লিঃ মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প(Myanmar Earthquake)। অব্যাহত মৃত্যুমিছিল। শুক্রবার সকালে আচমকাই কেঁপে ওঠে মায়ানমার, থাইল্যান্ড(Thailand) ও ব্যাংকক(Bangkok)। মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতেও(Kolkata। ভূমিকম্পের জেরে মায়ানমারে এখনও পর্যন্ত অন্তত ১৬৪৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। চরম বিপর্যয়ে মায়নমারের পাশে ভারত। শনিবার রাতেই মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিল দু'টি সি-১৭ বিমান। এই বিশেষ বিমানে রয়েছে ৬০ টন ত্রাণ। এ ছাড়া ১১৮ জন ভারতীয় সেনা রয়েছেন ওই বিমানে। শুধু তাই নয়, রয়েছে অত্যাধুনিক মেডিক্যাল ইউনিট। ভূমিকম্প কবলিত মায়ানমারের মানুষের পাশে দাঁড়াতেই ভারতের এই উদ্যোগ। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মায়ানমারে ত্রাণ পৌঁছে দিল ভারত
এটাই প্রথম নয়, এর আগে ১৫ টন ত্রাণ নিয়ে মায়ানমারে উড়ে গিয়েছে বায়ুসেনার সি-১৩জে বিমান। ওই বিমানে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল সৌর ল্যাম্প, খাদ্য সামগ্রী, রান্নাঘরের সেট, তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি-টু-ইট মিল, জল পরিশোধক, হেলথ কিট, জেনারেটর এবং অত্যাবশ্যক ওষুধ। প্রসঙ্গত, শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্প হানা দেয় মায়ানমারে। কেঁপে ওঠে গোটা দেশ। বেশ কিছুক্ষণ ধরে স্থায়ী হয় কম্পন। ভেঙে পড়ে একাধিক বহুতল। ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।
ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের পাশে ভারত, ফের ৬০ টন ত্রাণ পাঠাল কেন্দ্র
Two C-17 aircraft with 60 tonnes of relief material land in Myanmar
Read @ANI Story | https://t.co/S391ElXkQY#Myanmar #India #Aid pic.twitter.com/AjhS0MQsi0
— ANI Digital (@ani_digital) March 29, 2025