Yogi Adityanath (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি( Meat Selling)। নবরাত্রির (Navratri 2025)আগে ধর্মীয় স্থানের কাছে মাংস বিক্রি নিয়ে বড় নির্দেশ যোগী(Yogi Adityanath) সরকারের। আগামী ৬ এপ্রিল নবরাত্রি উৎসব। তার আগেই এই নিষেধাজ্ঞা জারি করা হল উত্তরপ্রদেশে। রাম নবমীর জন্য বিশেষ বিধিনিষেধ আরোপ করাহচ্ছে। সেদিন যোগীরাজ্যে নিষিদ্ধ পশুহত্যা ও মাংস বিক্রি। নির্দেশিকায় সাফ বলা হয়েছে, নবরাত্রির সময় ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনও মাছ-মাংস বিক্রি করা যাবে না। একমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকানগুলিতেই বিশেষ শর্তে মাছ-মাংস বিক্রি করা যাবে। প্রকাশ্যে কোনওভাবে আমিষ বিক্রি করা যাবে না। তবে রাম নবমীর দিনে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে বেচাকেনা।

ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ, নির্দেশিকা যোগী প্রশাসনের

এই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। শুধু তাই নয়, নির্দেশ অমান্য করলে উত্তরপ্রদেশ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন আইন ১৯৫৯ এবং খাদ্য সুরক্ষা আইন ২০০৬ এবং ২০১১ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাই জানানো হয়েছে যোগী প্রশাসনের তরফে। এছাড়া রাজ্যের সমস্ত বেআইনি কসাইখানাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে। সে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজিৎ জানিয়েছেন , ইতিমধ্যেই কসাইখানা বন্ধ করানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারদের।

নবরাত্রির আগে উত্তরপ্রদেশে মাংস বিক্রি নিয়ে বড় নির্দেশ যোগী সরকারের