Afghan Refugee breaker Manizha Talash: ইতিহাস গড়ে আফগানিস্তানের মহিলা মানিজা তালাশ ( Manizha Talash) এবার প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) অংশ গ্রহণ করেন। ২০২১ সালে তালিবান শাসনের নিজের দেশ ছেড়ে স্পেনে আশ্রয় নেন আফগানিস্তানের তালাশ। স্পেনেই ব্রেকিংয়ে কঠোর পরিশ্রম শুরু করেন।
প্যারিসে আফগান মহিলা 'বি-গার্ল তালাশ' অলিম্পিক রিজিউজি বা শরণার্থী দলের প্রতিনিধিত্ব করে নামেন ব্রেকিং নামের নতুন অলিম্পিক ইভেন্টে। ব্রেকিং বা ব্রেক ড্যান্স ইভেন্টে আফগান মহিলার পারফরম্যান্সের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালে ডাচ প্রতিপক্ষ ইন্ডিয়া সারোজের (বি-গার্ল ইন্ডিয়া) বিরুদ্ধে ম্যাচে তালাশ তার পোশাকে 'ফ্রি আফগান ওম্যান' (মুক্ত করো আফগান মহিলাদের) স্লোগানটি লেখেন। অলিম্পিকের মঞ্চে কোনওরকমভাবেই কোনও রাজনৈতিক বিবৃতি বা স্লোগান দেওয়া যায় না। আর সেটা করলে পেতে হয় চরম শাস্তি। আফগান ব্রেক ড্যান্সার তালাশ-কে এই কারণে বাতিল করা হল।
দেখুন ভিডিয়ো
“Free Afghan women.”
Afghanistan’s first female Olympic breakdancer Manizha Talash competed at #Paris2024, the first Olympic Games where Breakdancing was included. Video via @Thibuch
— Mona Eltahawy (@monaeltahawy) August 9, 2024
'বি-গার্ল তালাশ'তার পারফরম্যান্সে মন জিতলেও, আফগান মহিলাদের মুক্তির দাবির নিয়ে বার্তা দিয়ে শুরুতে বাদ পড়লেন।
শেষ অবধি প্যারিস অলিম্পিকে মহিলাদের ব্রেকিংয়ে সোনা জেতেন জাপানের ২৫ বছরের আমি ইউয়াসা। রুপো পান লিথুয়ানিয়ার বি-গার্ল নিকা। ব্রোঞ্জ জেতেন চিনের মহিলা।