বিয়ের পরদিন সন্তানের জন্ম দিলেন স্ত্রী। শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) এমনই একটি ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য। যেখানে বিয়ের পরদিনই সন্তানের জন্ম দিতে দেখা যায় এক সদ্য বিবাহিত তরুণীকে। যা দেখে অবাক বর সঙ্গে সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন স্ত্রীকে। রিপোর্টে প্রকাশ, গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজে ধুমধাম করে বিয়ের আসর বসে এক দম্পতির। বিয়ের পরদিন স্ত্রী দাবি করেন, তাঁর পেটে প্রচণ্ড ব্যাথা হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা জানান, ওই তরুণী ৯ মাসের অন্তঃসত্ত্বা। ফলে তাঁর লেবার পেইন হচ্ছে। যা শুনে অবাক হয়ে যান পাত্রের বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে তাঁরা ওই তরুণীর বাবা-মাকে খবর দেন। এরপরই ওই তরুণী সসন্তানের জন্ম দেন। ২৬ ফেব্রুয়ারি ওই তরুণী এবং তাঁর সন্তানকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেন যুবকের বাড়ির লোকজন। সেই থেকে এখনও পর্যন্ত কনে পক্ষ বা পাত্র পক্ষের বাড়ির কারও তরফেই পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

দেখুন প্রয়াগরাজে বিয়ের পরদিনই সন্তানের জন্ম দিলেন তরুণী...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)