![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/125-4-380x214.jpg)
'ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ড'-এর চতুর্থ আসরটি কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়েছে এবং সরাসরি সম্প্রচার দেখতে ভক্তরা মুখিয়ে রয়েছে। ভারতীয় খেলোয়াড় ও ক্রীড়াবিদদের সম্মান জানানো হবে ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ডে। চতুর্থ আসরে ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ক্রীড়ায় দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের সম্মান জানানো হবে। গত ২৩ মার্চ মুম্বইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে টেলিভিশনে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এখনও হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা, ক্রিকেটার, হকি খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়সহ অনেকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুশকা শর্মাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেলিব্রিটিদের ছবিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনবীর সিং এবং দীপিকা পাদুকোনও।
The moment you are waiting for is here! Watch the fourth edition of the @sportshonours on @StarSportsIndia 🇮🇳#ISH2023 #bluerising pic.twitter.com/Pa1DSq6UrT— Virat Kohli (@imVkohli) March 26, 2023
কখন থেকে দেখবেন 'ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ড?
'ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ড শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা এবং ১০টায়।
কোথায় দেখবেন 'ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ড সরাসরি সম্প্রচার?
'ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ড ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কোথায় দেখবেন 'ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ড' লাইভ স্ট্রিমিং?
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে দ'ইন্ডিয়ান স্পোর্টস অনার্স অ্যাওয়ার্ড'-এর লাইভ স্ট্রিমিং।