পার্থ প্রতিম চন্দ্র: অলিম্পিক হকিতে ৪০ বছরের খরা কেটেছে টোকিও-তে। এবার পালা প্যারিসের। ২০২০ টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতে পাঁচতারা খেলায় পদকের খরা কাটিয়েছিল ভারত। একটা সময় ফিল্ড হকিতে ভারতের দাপট ছিল একচেটিয়া। অলিম্পিক হকিতে প্রথম ৬টা গেমসের ৬টিতেই অনায়াসে সোনা জিতেছিল ভারতীয় হকি দল। ধ্যানচাঁদের জাদুতে তখন আচ্ছন্ন ছিল ভারত। ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিকে একটুর জন্য ফাইনালে হেরে রুপো জিতেছিল ভারত।
তবে এরপর ১৯৬৪ টোকিও গেমসে ফের হকিতে পদক জিতেছিল ভারত। ১৯৬৮ মেক্সিকো সিটি ও ১৯৭২ মিউনিখ গেমসে আসে ব্রোঞ্জ। ১৯৮০ মস্কো অলিম্পিকে এরপর সোনা জেতে ভারত। এরপরই হকিতে সবুজ প্রাকৃতিক ঘাসের মাঠের বদলে খেলা হয় কৃত্রিম অ্য়াস্টোটার্ফের মাঠে। এতে হকিতে গতি বাড়ে, ফিটনেসের খেলা শুরু হয়। কিন্তু খেলাটায় শিল্প কমতে থাকে। আর এতেই হকিতে হারিয়ে যায় ভারত। অলিম্পিকে সোনা জেতা তো দূরে কথা পদক জেতা, তারপর যোগ্যতাঅর্জনেও ব্যর্থ হচ্ছিল ভারত। আরও পড়ুন-প্যারিস অলিম্পিকে কতগুলো পদক জিততে পারে ভারত, নজর রাখুন যাদের ওপর
কিন্তু গতবার টোকিও অলিম্পিক গেমসে দুরন্ত খেলে ব্রোঞ্জ জিতে পদকের খরা কাটিয়েছে ভারতীয় দল। বিশ্বমঞ্চে ভারত এখন প্রথম সারির দেশ। তবে ভারতীয় দল গত কয়েকটি টুর্নামেন্টে খারাপ খেলে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম ৬-য়ের বাইরে চলে গিয়েছে। অথচ একটা সময় ভারত বিশ্ব হকি ব়্য়াঙ্কিংয়ে ভারত প্রথম তিনে ঢুকে পড়েছিল। ২০২৩-এ দেশের মাটিতে হকি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি। যদিও এর মধ্যে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারত। তবে এবারের অলিম্পিকে ভারত ছাড়া নেই কোনও এশিয়ার দেশ।
এক নজরে ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি---
পুরুষদের বিশ্ব হকিতে ভারতের বর্তমান অবস্থান
বিশ্ব হকি বা এফআইএইচ ক্রম তালিকায় ভারতীয় পুরুষ দল এখন সাত নম্বরে আছে। নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়ার মত চিরচারিত সুপার পাওয়ারদের পাশাপাশি গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, আর্জেন্টিনাও ভারতের আগে আছে।
২০২৪ প্যারিস অলিম্পিক (পুরুষদের হকি)--
গ্রুপ বিন্যাস (বিশ্ব হকি ব়্যাঙ্কিং) :
গ্রুপ এ: নেদারল্যান্ডস (১), জার্মানি (৫), গ্রেট ব্রিটেন (২), স্পেন (৮), ফ্রান্স (৯) ও দক্ষিণ আফ্রিকা (১৩)।
গ্রুপ বি: বেলজিয়াম (৩), অস্ট্রেলিয়া (৪), আর্জেন্টিনা (৬), ভারত (৭) , নিউ জিল্যান্ড (১০) ও আয়ারল্যান্ড (১১)।
ভারতই এশিয়ার একমাত্র দেশ যারা মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে।
কোয়ার্টার ফাইনাল-
গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে। এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে বি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। এ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দল খেলবে বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আর এ গ্রুপের চতুর্থ স্থানে থাকা দল খেলবে বি গ্রুপের প্রথম স্থানে থাকা দলের বিরুদ্ধে।
ভারতের ক্রীড়াসূচি
২৭ জুলাই: প্রতিপক্ষ নিউ জিল্যান্ড (ব়্যাঙ্কিং ১০)
২৯ জুলাই: প্রতিপক্ষ আর্জেন্টিনা (ব়্যাঙ্কিং ৬)
৩০ জুলাই: প্রতিপক্ষ আয়ারল্যান্ড (ব়্যাঙ্কিং ১১)
১ অগাস্ট: প্রতিপক্ষ বেলজিয়াম (ব়্যাঙ্কিং ২)
২ অগাস্ট: প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (ব়্যাঙ্কিং ৩)
এবার পদকের সম্ভাবনা কতটা:
খাতায় কলমে শক্তিশালী দল হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে খেলা ভারতের। তবে ফর্মের বিচারে কিছুটা পিছিয়ে। গ্রুপ লিগের বাধা টপকানো নিয়ে সমস্যা নয়। আসল কথা হল কোয়ার্টার ফাইনাল ম্যাচটা। হকিতে পদক পেতে সবচেয়ে বড় ম্যাচ হল কোয়ার্টার ফাইনাল খেলাটা। নেদারল্যান্ডস ও জার্মানির মত সুপার পাওয়ারদের এড়িয়ে তুলনায় কম শক্তিশালী গ্রেট ব্রিটেন এবং স্পেনের বিরুদ্ধে খেলে সেমিফাইনালে উঠতে হলে ভারতকে শুরুটা ভাল করতে হবে।
শ্রীজেশ, হার্দিকদের প্রথম তিনটি ম্যাচ হল-নিউ জিল্যান্ড, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড। এই তিনটি ম্যাচে জেতা উচিত ভারতের। এই তিনটি ম্যাচ জিতে গেলে গ্রুপের শেষ দুটি খেলায় বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপমুক্ত হয়ে নেমে দুটোর মধ্যে একটাতে জেতা গেলেই বাজিমাত।
ইতিহাস-
১২টি অলিম্পিক গেমসে পদক জয়। ৮টি সোনা, ১টি রুপো, ৩টি ব্রোঞ্জ।
১৯২৮ থেকে ১৯৫৬ অলিম্পিকে টানা ৬ বার সোনা। এরপর ১৯৬৪ টোকিও এবং ১৯৮০ মস্কো অলিম্পিকে সোনা জয়। ১৯৬০ রোমে রুপো জয়। ১৯৬৮ মেক্সিকো সিটি, ১৯৭২ মিউনিখ ও ২০২০ টোকিও গেমসে ব্রোঞ্জ পদক জয়।
গতবার টোকিও-তে ৪০ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতেছিল ভারত।
২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হকি স্কোয়াড-
গোলকিপার
পি আর শ্রীজেশ।
ডিফেন্ডার
জরমনপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং (অধিনায়ক), সুমিত, সঞ্জয়।
মিডফিল্ডার
রাজকুমার পাল, শামশের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ।
স্ট্রাইকার
অভিষেক, সুখজিত সিং, ললিত উপাধ্যায়, মনদীপ সিং, গুরজন্ত সিং।
পরিবর্ত খেলোয়াড়
কৃষ্ণন বাহাদুর পাঠক (গোলকিপার), নীলকান্ত শর্মা, জুগরাজ সিং।
গতবার, ২০২০ অলিম্পিকে পুরুষদের হকিতে কে কী জিতেছিল
সোনা- বেলজিয়াম, রুপো- অস্ট্রেলিয়া।, ব্রোঞ্জ-ভারত।