Kerala Man Found Dead In Israel (Photo Credit: PTI/X)

দিল্লি, ৩ মার্চ: ইজরায়েল-জর্ডন সীমান্তে মৃত্যু হল এক ভারতীয়র। সীমান্ত পার করে ইজরায়েলে (Israel) প্রবেশ করতে গিয়েই কেরলের (Kerala) বাসিন্দা ওই ব্যক্তির মৃত্যু হয় বলে খবর। অ্যানি থমাস গ্যাব্রিয়েল নামে ওই ব্যক্তি ইজরায়েলে অবৈধভাবে প্রবেশ করতে গিয়েছিলেন বলে খবর। অবৈধভাবে ইজরায়েলে প্রবেশের সময়ই অ্যানি থমাস গ্যাব্রিয়েল নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিরুবনন্তপুরমে বসবাসকারী নিহতের পরিবারের তরফে ওই খবর প্রকাশ করা হয়েছে। জর্ডনে পৌঁছে থমাস স্ত্রীকে ফোন করেছিলেন। এরপর গত ৯ ফেব্রুয়ারি থমাস স্ত্রীর সঙ্গে শেষবারের মত কথা বলেন। ৯ ফেব্রুয়ারির পর থমাসের স্ত্রী জানতে পারেন, তাঁর স্বামী আর নেই।

ইজরায়েলে প্রবেশ করতে গিয়ে মৃত্যু ভারতীয়র...

 

আম্মানে যে ভারতীয় দূতবাস রয়েছে, সেখানকার তরফে থমাসের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেই জানানো হয়, থমাস ইজরায়েলে প্রবেশ করতে যান অবৈধভাবে। ফলে নিরাপত্তারক্ষীরা থমাসকে দেখে গুলি চালায় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

থমাসের স্ত্রী জানান, শেষবারের মত যখন স্বামীর সঙ্গে কথা হয়,সেই সময় তিনি প্রার্থনার জন্য বলেন। মাত্র ২ মিনিট ওইদিন স্বামীর সঙ্গে কথা হয় বলে জানান থমাসের স্ত্রী। থমাসের সঙ্গে এডিসন নামে আরও এক ব্যক্তি ছিলেন। তাঁর শরীরেও গুলি লাগে। ফলে আহত অবস্থায় এডিসনকে আগামী সপ্তাহে ভারতে পাঠানো হতে পারে বলে খবর।