AIFF Issued Show Cause to Igor Stimac (Photo Credit: Football Express India/ X)

ভারতীয় ফুটবলে হতাশার দিন। পুরুষদের ফুটবলে এশিয়ান গেমসে চিনের কাছে পাঁচ গোল খেল ভারতীয় দল। আর অনুর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবলে দক্ষিণ কোরিয়ার কাছে আট গোল হজম করল ভারত।লজ্জায় শুরু ভারতীয় পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমস অভিযান। মঙ্গলবার হাংঝৌ এশিয়ান গেমসের প্রথম ম্যাচে আয়োজক দেশ চিনের বিরুদ্ধে ১-৫ গোলে হেরে গেল ভারতীয় ফুটবল দল।

দীর্ঘ বিমানযাত্রার ধকল, বিনা প্র্যাকটিশ সরাসরি নেমে পড়ার খেসারত দিতে হল ইগর স্টিমাচের কোচিংয়ে খেলা ভারতীয় দলকে। হাফ টাইমের আগে পর্যন্ত দারুণ লড়ে ভারতীয় দল। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ১-১। মাত্র কয়েক ঘণ্টা আগে চিনে এসে বিনা প্রস্তুতিতে নেমে দারুণ লড়ছিল ভারতীয় দল। কিন্তু বিরতির পর খেলার মোড় ঘুরিয়ে দেন চিন। দ্বিতীয়ার্ধে চিন ৪টি গোল করে। ডিফেন্সের ভুলে দুটি গোল হজম করে ভারত। অথচ প্রথমার্ধে পেনাল্টি রুখে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল ভারতের গোলকিপার গুরমিত সিংকে।

ম্যাচের ১৭ মিনিটে চিনকে এগিয়ে দেন তায়ানি গাও। এরপর ৩১ মিনিটে পেনাল্টি সেভ করেন ভারতের গোলকিপার গুরমিত। হাফ টাইমের বাঁশি বাজার কিছু মুহূর্তে আগে দুরন্ত গোল করে ভারতকে সমতায় ফেরান রাহুল কেপি। বিরতির পর ৫১ মিনিটে চিনকে এগিয়ে দেন দাই উইজুন। ম্যাচের ৭২ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে চিনের ব্যবধান বাড়ান তাও কুইগোলং। খেলা শেষের কিছুক্ষণ আগে ৯২ মিনিটে চিনের পঞ্চম গোলটি করেন ফাং। শেষের দিকে পুরোপুরি খেই হারিয়ে ফেলে ভারতীয় দল। এশিয়ান গেমসের ফুটবলের নিয়মে অনুর্ধ্ব ২৩-র ৮ জন ফুটবলারকে প্রথম একাদশে রাখতে হয়। ২০২২ সালে বুসান এশিয়ান গেমসে চিনের কাছে ০-২ গোলে হেরেছিল ভারত। তারপর এই প্রথম দুই দেশ মুখোমুখি হল। আরও পড়ুন-এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে টিম ইন্ডিয়ার সূচি

দেখুন ছবিতে

ফিফা ব়্যাঙ্কিংয়ে চিনের স্থান ৮০, সেখানে ভারত আছে ৯৯ নম্বরে। কিন্তু ব়্য়াঙ্কিংয়ের এই সামান্য ফারাক মুছে দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে ভারতকে পাঁচ গোল দিল চিন। বৃহস্পতিবার সুনীল ছেত্রীরা গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে। ৯ বছর পর এশিয়ান গেমসে খেলছে ভারতীয় ফুটবল দল।

গ্রুপ এ-তে ভারতের গ্রুপে চিন ছাড়াও বাংলাদেশ ও মায়নামার আছে। চিনের কাছে বড় ব্যবধানে হারলেও ভারতের সামনে সুযোগ থাকছে নক আউট রাউন্ডে ওঠার। মোট ২৩টি দেশ এবার এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে খেলছে। গ্রুপ লিগ থেকে ১৬টি দল প্রি কোয়ার্টার ফাইনালে নক আউট রাউন্ডে উঠবে। ৬টি গ্রুপে ২৩টি দলকে ভাগ করে শুরু হয়েছে খেলা। ৬টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি শেষ ষোলোয় উঠবে। ৬টি গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থেকে চারটি দেশ নক আউটে উঠবে। গ্রুপের শেষে থাকা দল সরাসরি বিদায় নেবে।