Ruturaj Gaikwad. (Photo Credits: Twitter)

চিনের হাংঝৌতে আয়োজিত এশিয়ান গেমসে এবার পুরুষ ও মহিলাদের উভয়েরই টি-২০ সংস্করণে খেলা হবে। পুরুষদের বিভাগে মোট ১৩টি দেশ অংশ নিচ্ছে এবার এশিয়ান গেমসের ক্রিকেটে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-এই চারটি টেস্ট খেলিয়ে দেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। তার আগে নেপাল, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মলদ্বীপ, মঙ্গোলিয়া, কাম্বোডিয়া, তাইল্যান্ড, হংকংয়ের মত দেশগুলি তিনটি গ্রুপে ভাগ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে।

এবার এশিয়ান গেমস ক্রিকেটে আফগানিস্তান অংশ নিচ্ছে না। ভারত দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে। ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় দল।

ভারতীয় দলে আছে যশ্বসী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিং, শাহবাজ আহমেদের মত প্রতিভাবান ক্রিকেটাররা। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল- তিনটি ম্যাচে জিতলে সোনার পদক জেতা যাবে। ভারতের মতই পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশও দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে। কারণ সেই সময় চলবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে ভারতের সূচি

Team India's schedule and timings in Asian Games 2023

৩ অক্টোবর: কোয়ার্টার ফাইনাল, সকাল সাড়ে ৬টা (ভারতীয় সময়)

(সম্ভাব্য প্রতিপক্ষ: নেপাল)

৬ অক্টোবর: সেমিফাইনাল, সকাল সাড়ে ৬টা (ভারতীয় সময়)

(সম্ভাব্য প্রতিপক্ষ: বাংলাদেশ)

৭ অক্টোবর: ফাইনাল, সকাল সাড়ে ১১টা (ভারতীয় সময়)

(সম্ভাব্য প্রতিপক্ষ: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)

(ম্যাচগুলি সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি স্পোর্টস, সোনি লিভে সরাসরি দেখা যাবে)