Angelo Mathews and Shakib Al Hasan. (Photo Credits:X)

ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরই সাদা বলের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নয়া নিয়ম আনতে চলেছে আইসিসি। ক্রিকেটে এবার ঢুকে পড়ছে 'স্টপ ওয়াচ'। সীমিত ওভারের ক্রিকেটে গতি আনতে পরীক্ষামূলকভাবে 'স্টপ ক্লক' নিয়ম আনছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 'স্টপ ক্লক' নিয়মে সাদা বলের ক্রিকেটে ৬০ সেকেন্ডের মধ্যেই নতুন ওভার শুরু করতে হবে বোলিং টিমকে। দুটো ওভারের মধ্যে সময়ের ব্যবধান যেন কিছুতেই এক মিনিটের বেশী যেন না হয়, সে দিকে জোর দিতে আম্পায়রাদের হাতে 'স্টপ ক্লক' ধরাচ্ছে আইসিসি। আপাতত পুরুষদের দাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষামূলকবাবে চালু হচ্ছে এই Stop Clock Rule.

এবার থেকে ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু করার জন্য তৈরি হতে না পারলে বোলিং দলকে শাস্তি পেতে হতে পারে। ইনিংসে তিনবার নতুন ওভার শুরু করতে বোলিং টিম এক মিনিটের বেশী সময় নিলে তাদের পাঁচ রান পেনাল্টি হিসেবে কেটে নেওয়া হবে। মানে এক মিনিটের মধ্যেই উইকেটকিপারকে প্রান্ত বদল করতে হবে,অধিনায়ককে ফিল্ডিং ঠিক করতে নিতে হবে এবং রান আপ নিয়ে বোলারকে পুরোপুরি তৈরি হতে হবে। স্লো ওভার রেটের ঘটনা কমাতেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা 'স্টপ ক্লক'নিয়ম চালু করছে। আরও পড়ুন-নির্বাসনের জের, শ্রীলঙ্কা থেকে সরে ছোটদের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়

দেখুন এক্স

সীমিত ওভারের ক্রিকেটে স্লো ওভার রেট নিয়ে চিন্তায় আইসিসি। স্লো ওভার রেটে ম্যাচ শেষ হতে সময় বেশী লাগে। দর্শকরা বিরক্ত হওয়ায় টিআরপি-তে ধাক্কা খায়। স্লো ওভার রেট ক্রিকেটের গতির খেলার চেষ্টাতেও বাধা আনছে। অধিনায়ক, খেলোয়াড়দের মোটা জরিমানা, নির্বাসনের মত শাস্তি আনার পরেও স্লো ওভার রেট সমস্যা কিছুতেই যাচ্ছে না। তাই আম্পয়ারদের হাতে স্টপ ওয়াচ ধরিয়ে সমাধানের চেষ্টায় আইসিসি।