By Jayeeta Basu
অনুরাগীরা যে কোনও কারও সঙ্গে যাঁকে তাঁকে জুড়ে দিতে পারেন। তাতে কারও কিছু করার থাকে না। অনুরাগীরা কার ছবির সঙ্গে কার মুখ বসিয়ে দিচ্ছেন এডিট করে, তাতে কারও কিছু করার নেই। তাই এসব নিয়ে তিনি কখনও মাথা ঘামান না বলে স্পষ্ট জানান মাহিরা শর্মা।
...