
দিল্লি, ৪ মার্চ: এবার কঙ্গনা রানাউতের পুরনো পোস্ট শেয়ার করে প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। রোহিত শর্মাকে (Rohit Sharma) মোটা, আকর্ষণহীন বলে সম্প্রতি সমালোচনা করতে দেখা যায় কংগ্রেস নেত্রীকে। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েন শামা মহম্মদ (Shama Mohamed)। কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়ে শামা মহম্মদ পালটা দাবি করেন, তিনি অযথা বা অশ্লীল কিছু বলেননি। রোহিত শর্মার ওজন কমানো উচিত বলে শুধু মন্তব্য করেছেন। সেই সঙ্গে ভারতের অন্য প্রাক্তন অধিনায়করা যেমন ফিট, সেই কথা বলেছেন। শামা নিজের দাবি পরপর রাখলেও সমালোচনা বন্ধ হয়নি। বিজেপির তরফে এক নাগাড়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে। যেখানে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি রোহিত প্রসঙ্গে রাহুল গান্ধীর কথাও টেনে আনেন।
রোহিত শর্মা ইস্যুতে এক নাগাড়ে শামা মহম্মদকে আক্রমণ করা হলে কংগ্রেস নেত্রী এবার কঙ্গনা রানাউতের পুরনো পোস্ট শেয়ার করেন। যেখানে রোহিত শর্মার পোস্টের উপর কড়া কটাক্ষ করতে দেখা যায় কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)।
দেখুন কঙ্গনা রানাউতের পুরনো পোস্ট তুলে কী বললেন শামা মহম্মদ...
What does @mansukhmandviya have to say to @KanganaTeam ! #JustAsking pic.twitter.com/YwM85HP6sV
— Dr. Shama Mohamed (@drshamamohd) March 3, 2025
কৃষক আন্দোলনের সময় কঙ্গনা যে পোস্ট করেন রোহিত শর্মার সমালোচনা করে, এবার সেই পুরনো পোস্ট টেনে তুললেন শামা মহম্মদ। মনসুখ মান্ডব্যর টিম এবার কঙ্গনা রানাউতের পুরনো পোস্ট দেখে কী বলবেন বলে প্রশ্ন তোলেন শামা।