ISL Past Statistics: রাত পোহালেই আইএসএল, আজ রইল গত মরশুমের পরিসংখ্যানের এক ঝলক
আইএসএল-ম্যাচ(Photo Credits: Social Media)

ইন্ডিয়ান সুপার লীগ শুরু হয়েছিল ২০১৩-তে। ভারতীয় ফুটবলের দুটিই মাত্র লীগ। একটি আই লীগ আর একটি হল এই ইন্ডিয়ান সুপার লীগ। রাত পোহালেই শুক্রবার। ২০ নভেম্বর চলতি মরশুমের ইন্ডিয়ান সুপার লীগ শুরু হচ্ছে গোয়ায়। করোনাকালে শুধুমাত্র গোয়াতেই হবে আইএসএল-এর সব ম্যাচ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। এই মুহূর্তে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আইএসএল-এর অতীত রেকর্ডে (ISL Past Statistics) । গত আইএসএল-এ তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি-র গুরপ্রীত সিং সান্ধু ৪৯টি গোল বাঁচিয়েছিলেন। কেরালা ব্লাস্টার্স, এটিকে এবং চেন্নাইয়ান এফসি-র জার্সিতে যথাক্রমে বার্থোলোমেউ ওগবেছে, রয় কৃষ্ণা এবং নেরিজুস ভালসকিস এই তিন ফুটবলারের পা ১৫টি গোল উপহার দিয়েছিল। আরও পড়ুন-New Zealand Police: এই প্রথম উর্দির সঙ্গে হিজাব পরলেন নিউজিল্যান্ডের মহিলা পুলিশ জিনা আলি, কেন জানেন?

আইএসএল-এর গত মরশুমে সবচেয়ে বেশি গোল করেছে এফসি গোয়া, গোল সংখ্যা ৫১। দ্বিতীয় স্থানে থাকা এটিকে ও চেন্নাইন এফসি-র গোল সংখ্যা ৩৯। তৃতীয় স্থানে থাকা কেরালা ব্লাস্টারের গোল সংখ্যা ২৯ আর চতুর্থ স্থানে থাকা ওড়িশা এফসি-র গোল সংখ্যা ২৮। গত বছর ইন্ডিয়ান সুপার লীগের মরশুমে সবথেকে বেশি ১১টি ক্লিনশিট পেয়েছিল বেঙ্গালুরু এফসি। ক্লিনশিটের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা এটিকে পেয়েছিল ৯টি। গোয়া এফসি ৫টি ক্লিনশিট পেয়ে তিন নম্বরে ছিল। গতবছর সবথেকে বেশি গোল বাঁচিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডের শুভাশিস রায়। তাঁর বাঁচানো গোল সংখ্যা ৫৫। এটিকে-র অরিন্দম ভট্টচার্য ৫৩টি গোল বাঁচিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৪৯টি গোল বাঁচিয়ে বেঙ্গালুর এফসি-র গুরপ্রীত সিং সাঁধু রয়েছেন তৃতীয় স্থানে। রাত পোহালে ফের পায়ে পায়ে ঘুরবে বল, ফের গোল সেভ, ক্লিনশিট, গোল দেওয়ার নতুন তালিকা সাজাবে ২০২০। করোনা আবহে পায়ে পায়ে লেখা হবে আইএসএল-এর নতুন পরিসংখ্যান।