Team India Test Schedule 2025: চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে তাদের শেষ ম্যাচটি খেলে ফেলল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হেরে শেষ হল ২০২৪ সালটা। টি-২০ ক্রিকেটে বিশ্বকাপ জয়ের বছরে টেস্টে একেবারে আতঙ্কের ফল হল টিম ইন্ডিয়ার। অক্টোবরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ০-৩ হেরে হোয়াইটওয়াশ হওয়ার মহালজ্জার মধ্যে পড়তে হয় রোহিত শর্মার দলকে। টেস্টের ইতিহাসে এই প্রথম নিজেদের দেশের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরে পার্থে প্রথম টেস্টে দুরন্ত জয় পেলেও সিরিজে ১-২ পিছিয়ে বছর শেষ হল টিম ইন্ডিয়ার। ২০২৪ সালে টেস্টে টিম ইন্ডিয়ার সেরা ব্যাটার যশস্বী জয়সওয়াল আর বল হাতে জশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রবীচন্দ্রন অশ্বিন।
এবার পালা ২০২৫ সালের। ২০২৫ সালে টিম ইন্ডিয়া মোট ১০টি টেস্ট খেলবে। তবে সিডনিতে জিতে আর শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে ২-০ হারায় তাহলে জুনে লর্ডসে বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে উঠে গেলে টিম ইন্ডিয়া মোট ১১টি টেস্ট খেলবে। তবে সেটা এখন অনেকটাই নিশ্চিত। সূচি অনুযায়ী টিম ইন্ডিয়া ২০২৫ সালে যে ১০টি টেস্টে খেলবে তা হল- ১) একটি টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (সিডনি, ৩ জানুয়ারি থেকে), ২) ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ (অ্যাওয়ে, জুনে), ৩) দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ (অক্টোবর), ৪) দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজ (নভেম্বর)। আরও পড়ুন-বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়নে রুট, ব্রুকদের সঙ্গে বুমরা
জুনে ইংল্যান্ড সফরের মাধ্যমে ২০২৫-২০২৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে টিম ইন্ডিয়ার। বড় কিছু অঘটন না ঘটলে আগামী বছর টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন জশপ্রীত বুমরা।