ICC Test Cricketer of The Year 2024: আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন তালিকায় জায়গা পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah )। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার তারকা ব্যাটার কামিন্দু মেন্ডিসের সঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে একমাত্র বোলার হিসেবে আছেন বুমরা। ২০২৪ সালে বুমরা মোট ১৩টি ম্যাচ খেলে ৭১টি টেস্ট উইকেট নিয়েছেন (বোলিং গড় ১৪.৯২)। চলতি বছর শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৭৫ ব্যাটিং গড়ে ১০৪৯ রান করেন। রুট ১৭টি টেস্টে ৫৫.৫৭ ব্যাটিং গড়ে মোট ১৫৫৬ রান ও হ্যারি ব্রুক ১২টি টেস্টে ১১০০ রান করেন, ব্যাটিং গড় ৫৫।
চলতি বছর বুমরাই টেস্ট ক্রিকেটে বিশ্বের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী। ২০১৮ সালে বিরাট কোহলির পর গত পাঁচ বছরে কোনও ভারতীয় আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পাননি।
গতবার এই পুরস্কার পান অজি ওপেনার উসমান খোয়াজা। এবার আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় কোনও ভারতীয়র নাম নেই। তবে বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের তালিকায় বাবর আজম, ট্রাভিস হেড, সিকান্দার রাজাদের সঙ্গে আছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার আর্শদীপ সিং।
অস্ট্রেলিয়ায় রোহিত শর্মাদের হতাশজনক পারফরম্যান্সের মাঝে আগুন ঝরাচ্ছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা। মেলবোর্ন টেস্টে ৯ উইকেটে অজি ব্যাটিংলাইনকে নাড়িয়ে দেন বুমরা। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে বুমরা ৪টি টেস্টে মোট ৩০টি উইকেট নিয়েছেন।
আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা
টেস্ট ক্রিকেটার
জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), জশপ্রীত বুমরা (ভারত), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)।
ওয়ানডে ক্রিকেটার
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আঝমাতুল্লা ওমরঝাই (আফগানিস্তান)।
টি-২০ ক্রিকেটার
বাবর আজম (পাকিস্তান), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), আর্শদীপ সিং (ভারত), সিকান্দার রাজা (জিম্বাবোয়ে)।