Dimuth Karunaratne to Retire: গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কা জাতীয় পুরুষ দলের হয়ে করুণারত্নের ১০০তম লাল বলের টেস্ট হবে গল টেস্ট। এই গুরুত্বপূর্ণ টেস্ট দিয়েই নিজের কেরিয়ার শেষ করতে চলেছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগে শ্রীলঙ্কার সেরা ব্যাটার করুণারত্নে। ৯৯টি টেস্ট ম্যাচে ১৬টি টেস্ট সেঞ্চুরির সহ ৭১৭২ রান করেছেন তিনি। তবে সাম্প্রতিক ফর্মের অবনতির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একমাত্র হাফ সেঞ্চুরি ছাড়া করুণারত্নে তার শেষ সাত টেস্ট ম্যাচে ১৮২ রান করতে সক্ষম হয়েছেন। এই ঘোষণা করে ২০১২ সালে টেস্ট অভিষেক হওয়া করুণারত্নে Daily FT-কে সম্প্রতি বলেন, 'একজন টেস্ট খেলোয়াড়ের জন্য এক বছর ধরে চারটি টেস্ট খেলার জন্য নিজেকে বোঝানো এবং ফর্ম ধরে রাখা কঠিন।' Usman Khawaja Double Century: গল টেস্টে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উসমান খোয়াজার, গড়লেন অনন্য যে রেকর্ড
অবসর নিচ্ছেন দিমুথ করুনারত্নে
Dimuth Karunaratne is set to retire from Test cricket after playing his 100th game this week, against Australia in Galle https://t.co/c4THvgQg5k #SLvAUS pic.twitter.com/li85gutomy
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 4, 2025
একনজরে দিমুথ করুনারত্নের টেস্ট কেরিয়ার
২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করুণারত্নের টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছিল তার দল। এরপর থেকে করুনারত্নে শ্রীলঙ্কার অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ওপেনার হয়ে ওঠেন। ৯৯টি টেস্ট ম্যাচে ১৬টি সেঞ্চুরিসহ ৭ হাজার ১৭২ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ স্কোর ২৪৪ যা এসেছিল ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে। তিনি ৫০টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টিও খেলেছেন, ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তার একমাত্র ওয়ানডে সেঞ্চুরি করেন। ২০১৭ সালের দিন-রাত্রির টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস তার খ্যাতিকে আরও বাড়িয়ে দেয়। অবসরের আগে একনজরে দেখে নেওয়া যাক দিমুথ করুণারত্নের রেকর্ড।
ঐতিহাসিক সিরিজ জয়
Dimuth Karunaratne with his ICC Men’s Test Team of the Year 2023 cap 🧢
📸: @IamDimuth pic.twitter.com/nNXoCgwle9
— ICC (@ICC) August 29, 2024
২০১৯ সালে করুণারত্নেকে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। তিনি দলকে দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন, যা কোনও এশীয় দলের প্রথম সিরিজ জয়। তার পারফরম্যান্সের জন্য তিনি ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন।
টেস্টে শ্রীলঙ্কান ওপেনারের সর্বোচ্চ রান
Dimuth Karunaratne will retire as Sri Lanka's most-prolific Test opener 🇱🇰 pic.twitter.com/n568lF9nkk
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 4, 2025
২০১২ সালে টেস্ট কেরিয়ার শুরু করা করুণারত্নে শ্রীলঙ্কার টেস্ট ওপেনারের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। তার ৭ হাজার ৭১২ রানের মধ্যে ৯৫ ম্যাচে ওপেনার হিসেবে এসেছে ৬৮৮১ রান এসেছে ৪০.০১ গড়ে। যা এই ফরম্যাটের ইতিহাসে অন্য কোনো শ্রীলঙ্কান ওপেনারের চেয়ে বেশি। টেস্টে ওপেনার হিসেবে ৯০ ম্যাচে ৫৯৩২ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সনথ জয়াসুরিয়া।
একটি ক্যালেন্ডার বর্ষে শ্রীলঙ্কান ওপেনারের হয়ে সর্বোচ্চ অ্যাভারেজ
Dimuth Karunaratne, the most consistent active Test opener through the last 10 years 👏
Over the course of this, he has also made the ICC Test XI three times, which no other opener has managed @afidelf ✍️ https://t.co/LI9MYU3HGk pic.twitter.com/aVGhpg3Uzm
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 4, 2025
৩৬ বছর বয়সী শ্রীলঙ্কান করুণারত্নে ইদানীং দুর্দান্ত ফর্মে নেই, তবে একটা সময় ছিল যখন তিনি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন। অবাধে প্রচুর রান করতে পারতেন তিনি। টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে শ্রীলঙ্কার ওপেনারের হয়ে তার সর্বোচ্চ অ্যাভারেজ রয়েছে। ২০২১ সালে ৬৯.৩৮ অ্যাভারেজে তিনি ৯০২ রান করেন।
এক ক্যালেন্ডার বর্ষে শ্রীলঙ্কার ওপেনারের যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরি
Dimuth Karunaratne is on his way to becoming the 7th Sri Lankan to 100 Tests 🇱🇰 pic.twitter.com/5eRpCYDMjE
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 4, 2025
ক্রিকেটের অন্যতম মার্জিত ব্যাটার করুনারত্নে শ্রীলঙ্কার এক ওপেনারের এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও রয়েছে। জয়সুরিয়া ও মারভান আথাপাথুর সঙ্গে এই রেকর্ডের মালিক তিনি। এরা প্রত্যেকেই টেস্টে ওপেনার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৪টি করে সেঞ্চুরি করেন।