Champions Trophy 2025 (Photo Credit: PCB/ X)

Champions Trophy 2025: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে বিতর্কের যেন শেষ নেই। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুসারে ' হাইব্রিড' ফর্ম্যাটে ভারতকে আয়োজক দেশ পাকিস্তানের বাইরে তাদের ম্যাচ খেলার অনুমতি দেওয়ার বিষয়ে কোনও চুক্তি এখনও হয়নি। ভারত এবং পাকিস্তানের সামরিক সম্পর্ক এবং সেই প্রতিদ্বন্দ্বিতা প্রায়শই ক্রিকেট মাঠে প্রতিফলিত হয়। এরপর ভারত পাকিস্তান সম্পর্কের আরও অবনতির পর আট দলের এই টুর্নামেন্ট গত মাসে বিপাকে পড়ে যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় যে নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের দল পাকিস্তানে প্রতিযোগিতায় অংশ নিতে যাবে না। এরপর পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশে করার জন্য নিজের স্থান মজবুত করে। তবে এখন জানা গিয়েছে পিসিবি হাইব্রিড মডেলে রাজি হয়েছে তবে সেখানেও কিছু শর্ত দিয়েছে তারা। Champions Trophy 2025: 'ভারতে গিয়ে খেলার কোনো দরকার নেই', চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কে বড় বয়ান শাহিদ আফ্রিদির

সেই শর্ত অনুসারে, ২০২৭ সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য প্রতিটি আইসিসি টুর্নামেন্ট একই ফরম্যাট অনুসরণ করবে। যার অর্থ পাকিস্তান ভারত সফরে আসবে না। উল্লেখ্য, ভারত ২০২৬ সালে শ্রীলঙ্কার সাথে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে। ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও এবং বাংলাদেশের সাথে ২০৩১ বিশ্বকাপ সহ-আয়োজক হবে ভারত, সেক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে। এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলে পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজন করলেও ভারতের বিপক্ষে তাদের হাই প্রোফাইল ম্যাচ হবে দুবাইয়ে। এছাড়া ভারত ফাইনালে উঠলে সেটি হবে দুবাই এবং না উঠলে লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনাল।

এই অচলাবস্থার কারণে আইসিসি এখনও ১৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ টুর্নামেন্টের সূচি ঘোষণা করতে পারেনি। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি দুবাইয়ে রয়েছেন, যেখানে আইসিসির সদর দফতর রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান কেবল আইসিসির ইভেন্টে মিলিত হয়। দুই দলের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ২০১২-১৩ সালে, যখন পাকিস্তান ভারতে আসে। ভারত শেষবার ২০০৮ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেছিল এবং ১৮ বছর ধরে সীমান্তের ওপারে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। গত বছর এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান। সেক্ষেত্রে এই ইভেন্ট হয়েছিল হাইব্রিড পদ্ধতিতে, যেখানে ভারতের ম্যাচ ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়।