Taskin Ahmed in Practice (Photo Credit: Dhaka Dominators/ Twitter)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) ২০২৩-এর ৩ নম্বর ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে ঢাকা ডমিনেটার্স (Dhaka Dominators) ও খুলনা টাইগার্স (Khulna Tigers)। তাসকিন আহমেদের (Taskin Ahmed) নেতৃত্বাধীন ডমিনেটরের কাগজে-কলমে শক্তিশালী কোনো দল নয়। পেস বোলিং বিভাগে দায়িত্ব নিতে হবে অধিনায়ক তাসকিন, শোরিফুল ইসলাম (Shoriful Islam) ও আল আমিন হোসেনের (Al Amin Hossain) পাশাপাশি অলরাউন্ডার মুক্তার আলীকেও (Muktar Ali)। আহমেদ শেহজাদ (Ahmed Shehzad) ও সৌম্য সরকারকে (Soumya Sarkar)গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাসির হোসেনের (Nasir Hossain) যত অভিজ্ঞতা আছে, সব সামনে নিয়ে আসা দরকার। দিলশান মুনাবীরার (Dilshan Munaweera) শেহজাদের সঙ্গে ওপেন করতে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। তামিম ইকবালের (Tamim Iqbal) অধিনায়কত্বে টাইগারদের রয়েছে শক্তিশালী দল। ওপেনিংয়ে সবচেয়ে বেশি সম্ভাবনা তামিম-মুনিম শাহরিয়ারের। সাব্বির রহমান (Sabbir Rahman), আজম খান (Azam Khan) নিয়ে গঠিত তাদের মিডল অর্ডার নিঃসন্দেহে শক্তিশালী। ওয়াহাব রিয়াজ (Wahab Riaz), শফিকুল ইসলাম (Shafiqul Islam) একটি শক্তিশালী বোলিং আক্রমণ গঠন করেন।

কবে, কোথায় আয়োজিত হবে ঢাকা ডমিনেটার্স বনাম খুলনা টাইগার্স?

৭ জানুয়ারি, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka)ঢাকা ডমিনেটার্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ঢাকা ডমিনেটার্স বনাম খুলনা টাইগার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা ডমিনেটার্স বনাম খুলনা টাইগার্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ১ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র‍্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।