East Bengal vs Kerala Blasters, ISL 2024-25: আজ ঘরের মাঠে আইএসএল ২০২৪-২৫ লিগ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আইএসএলে ফের ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে বেশ কয়েকটি প্রশংসনীয় পারফরম্যান্সের পরে, টর্চবিয়াররা টানা তিনটি পরাজয়ের মুখোমুখি হয়েছে। সাম্প্রতিকতম একটি অ্যাওয়ে ফিক্সচারে এফসি গোয়ার বিরুদ্ধে হার এসেছে তাঁদের। ইস্টবেঙ্গলের নতুন তারকা রিচার্ড সেলিস আইএসএল অভিষেক খেলায় প্রভাব ফেলতে পারেননি। সেই ম্যাচে প্রথমার্ধের শুরুতেই গোয়ার হয়ে ডেডলক ভাঙেন ব্রিসন ফার্নান্ডেজ। ইস্টবেঙ্গল সমতাসূচক গোল করার যথেষ্ট সুযোগ পেয়েছিল কিন্তু দুর্বল প্রদর্শনের কারণে তা কাজে লাগাতে ব্যর্থ হয়। আজকের আইএসএল ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে আতিথ্য দেওয়ার সময় তারা ঘুরে দাঁড়াতে মরিয়া হবে। কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচে জয়ের মুখ দেখতে চাইবে তারা। উল্লেখ্য, ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরে লিগ স্ট্যান্ডিংয়ে ১১ নম্বরেই আছে। Hyderabad FC vs Jamshedpur FC Video Highlights: ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে কামব্যাক করে ৩-২ গোলে জয় হায়দরাবাদ এফসির
ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স
New battle. Same mission. Bring it on! 👊
Watch #EBFCKBFC live on @JioCinema, @Sports18-3 and #StarSports3. 📺#JoyEastBengal #ISL pic.twitter.com/6gyQu6nJmj
— East Bengal FC (@eastbengal_fc) January 24, 2025
ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
২৪ জানুয়ারি কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Salt Lake) আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।