নতুন দিল্লি, ২৪ জানুয়ারি: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে দিল্লির বেশ কয়েকটি জায়গা থেকে বিজেপির প্রার্থী, নেতাদের বিরুদ্ধে ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগ উঠছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নয়া দিল্লি কেন্দ্রে দাঁড়ানো বিজেপি প্রার্থী পারভেশ ভর্মা-র বিরুদ্ধেও ভোটারদের মধ্যে অর্থ, শাড়ি, জুতা এবং অন্যান্য জিনিস বিতরণের অভিযোগ এনে ঘুষের বিনিময়ে ভোট কেনার অভিযোগ তুলেছে। এবার এই ইস্যুতে বিস্ফোরক দাবি কেজরিওয়ালের। কেজরির দাবি, দিল্লিতে এবারের ভোটা ব্যতিক্রমী।
ভোটের এক মাস বা দিন পনেরো আগে খোলাখুলি টাকা, জুতো, বিছানার চাদর, শাড়ি, রেশন, সোনার চেন দিয়ে ভোটারদের প্রভাবিত করার সব চেষ্টা ওরা করে চলেছে। নির্বাচন কমিশনের ওরা পরোয়া করে না। কমিশনকে ওদের ভয়ও নেই। ওদের কোথাও আটকানোর চেষ্টাও করা হচ্ছে না। বরং পুলিশের নিরাপত্তার মাধ্যমেই চলছে ভোটারদের ঘুষ দেওয়ার কাজ।
দেখুন কী বললেন অরবিন্দ কেজরিওয়াল
#WATCH | AAP National Convener Arvind Kejriwal says, "...These elections in Delhi are different. One and a half months ahead of the elections, open distribution of money, shoes, bedsheets, sarees, ration, gold chains started. Nobody has any fear of Election Commission or that… pic.twitter.com/1aPTzbqgwQ
— ANI (@ANI) January 24, 2025
এই নিয়ে কেজরি বললেন," এটা আমাদের দেশের পক্ষে খুব বিপজ্জনক, সরকারী টাকায় কিন্তু মানুষদের ওসব দেওয়া হচ্ছে না। অভদ্র ভাষায় কথা বলা পার্টির কিছু নেতা এসব বিলোচ্ছে। কিন্তু ওরা এত টাকা পাচ্ছে কোথা থেকে? ভোট কেনার জন্যই কি তাহলে এত টাকা খরচ করা হচ্ছে? দেশকে লুট করে দুর্নীতির টাকায় এরা এসব করছে।" এরপর ভোটারদের উদ্দেশ্যে আমি শুধু বলব," ওরা যে দিচ্ছি নিয়ে নিন, কিন্তু মনে রাখবেন কোনওভাবেই নিজেদের ভোট বিক্রি করে দেবেন না। ওরা দুর্নীতিগ্রস্থ। ওরা বিশ্বাসঘাতক। ওরা দেশের শত্রু। ওরা দেশের গণন্ত্রকে ধ্বংস করার সব চেষ্টা করে যাচ্ছে। এসব মনে রেখে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।"