মন্দিরে গিয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন দুই বিবাহিত মহিলা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলায় দুই মহিলার কাণ্ডে হতবাক এলাকাবাসী। ওই মহিলারা জানাচ্ছেন,  স্বামীদের কাছে মারধর, হেনস্থার শিকার হতেন তাঁরা। তাও মুখ বুজে সব সহ্য করে নিচ্ছিলেন। এরই মাঝে ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাঁদের। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেম। দীর্ঘ ছয় বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক চালিয়ে গিয়েছেন তাঁরা। অবশেষ পালিয়ে গিয়ে দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই মত বৃহস্পতিবার তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। হয় সিদুরদান, মালাবদল। দুই মহিলার মধ্যে একজনের চার কন্যা সন্তান রয়েছে। ওই মহিলা এবং তাঁর চার সন্তানের সমস্ত দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন অপর মহিলা।

সংসার ছেড়ে একে অন্যকে বিয়ে করলেন দুই বিবাহিত মহিলাঃ

সিদুরদান, মালাবদলঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)