Saif Ali Khan-Kareena Kapoor Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ জানুয়ারি: সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার নজর এড়িয়ে কীভাবে সইফ-করিনার বাড়িতে বাংলাদেশি অনুপ্রবেশকারী অবলীলায় ঢুকে গেল,তা নিয়ে প্রশ্ন উঠছে। সইফের উপর হামলার পর বাংলাদেশিকে গ্রেফতার করা হলেও, আতঙ্ক যেন কাটছেই না। ফলে মুম্বই পুলিশের তরফে আপাতত নিরাপত্তা দেওয়া হবে সইফ আলি খান এবং করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। সইফ-করিনার নিরাপত্তা আপাতত মুম্বই পুলিশ দেবে। তবে তা স্থায়ীভাবে নয় বলে খবর।

আরও পড়ুন: Saif Ali Khan Stabbing Case: সইফের উপর কি সত্যিই হামলা হয় নাকি অভিনয়? প্রশ্ন তুলে অভিনেতাকে 'গারবেজ' বলে আক্রমণ বিজেপির নীতেশ রানের

সইফের উপর হামলার ঘটনায় মুম্বই পুলিশ টানা তল্লাশি চালিয়ে ৭২ ঘণ্টার মধ্যে শরিফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে। থানে থেকে গ্রেফতার করা হয় শরিফুলকে। পুলিশি জেরায় শরিফুল স্বীকার করে, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে শরিফুল মেঘালয়ের ডাউকি নদী পার করে এ দেশে প্রবেশ করে। এরপর নিজের নাম বিজয় দাস বলে নথিভুক্ত করে। ফের তথ্য নিয়ে এরপর শরিফুল মুম্বইতে পাড়ি দেয় বলে জানায় পুলিশি জেরায়।