মুম্বই, ২৩ জানুয়ারি: সইফ আলি খানকে কি সত্যিই কোপানো হয়েছিল? এবার এমন প্রশ্ন তুলে কার্যত বিতর্ক জুড়ে দিলেন মন্ত্রী নীতেশ রানে। মহারাষ্ট্রের মন্ত্রীকে বলতে শোনা যায়, সইফকে কি সত্যিই ছুরির আঘাত করা হয় চুরির সময় নাকি অভিনেতা অভিনয় করে গেলেন পুরোটা? সম্প্রতি আলান্দির হিন্দু মহোৎসবে হাজির হন নীতেশ রানে। সেখানে তিনি সইফের উপর হামলার বিষয়টি নিয়ে মুখ খোলেন। পাশাপাশি সন্দেহও প্রকাশ করেন ওই ঘটনায়।
নীতেশ রানে বলেন, সইফ যখন হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন ব্যান্দ্রায়, সেই দৃশ্য তিনি দেখেছেন। যা দেখে, তাঁর মনে হয়েছে সইফ বোধ হয় অভিনয় করছেন। শুধু তাই নয়, হাঁটার সময় সইফ নৃত্য করছিলেন বলেও মন্তব্য করেন মহামন্ত্রী। পাশাপাশি শাহরুখ বা আমির, বলিউডের কোনও খানের কিছু হলে বা আঘাত লাগলে, মানুষ নিরন্তর সেই বিষয়টি নিয়ে আলোচনায় মত্ত থাকেন। এমন মন্তব্যও করেন নীতেশ রানে।
হিন্দু মহোৎসব থেকে সইফ আলি খানকে 'গারবেজ' বলেও আক্রমণ করেন বিজেপির এই মন্ত্রী। শুধু তাই নয়, এক বাংলাদেশি মুম্বইতে কী করছে? হয়তো নিজের সঙ্গে ওই বাংলাদেশি সইফকে নিয়ে বাংলাদেশে পালাতে চাইছিল। 'গারবেজ' নিয়ে চলে যাওয়া ভাল বলে বলিউড অভিনেতাকে আক্রমণ করেন নীতেশ রানে।
সম্প্রতি সইফ আলি খানের ব্যান্দ্রার বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। ১ কোটি টাকা দাবি করে সইফ-করিনার বাড়িতে প্রবেশ করে। যা দিতে অস্বীকার করায়, সইফ আলি খানকে কোপানো হয়। ৬বার ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করা হয় সইফের শরীরের একাধিক অংশ। যা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।