ওয়াশিংটন ডিসি, ২৪ জানুয়ারি: কথা দিয়ে কথা রাখার কাজ শুরু করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (President Donald Trump) নির্বাচনে জিতে উঠেই বলছিলেন, তিনি শপথগ্রহণের পর প্রেসিডেন্টের আসনে বসে প্রথম দিনেই, অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করা সব অভিবাসীদের দেশ থেকে ফেরত পাঠাবেন। কারণ ট্রাম্পের যুক্তি হল, এই অবৈধ অভিবাসীদের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বেকার হয়ে যাচ্ছেন, প্রশাসনের বহু কোটি ডলার খরচ হচ্ছে, খুন-ধর্ষণ-রাহাজানি সহ বিভিন্ন বড় অপরাধের সংখ্যা বাড়ছে। আর নির্বাচনী প্রতিশ্রুতি রেখে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফার প্রথম সপ্তাহেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাদের দেশে ফেরত পাঠানোর কাজ করে দিলেন ট্রাম্প।
একটা বড় বিমানে কাঁধে ব্যাগ নিয়ে উঠছেন অভিবাসীরা, এমন ছবি এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ট্রাম্প ভক্তরা বলছেন, উনি কথা রাখছেন। ভারত, পাকিস্তান, মেক্সিকো, লাতিন আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ে আমেরিকায় ঢুকে পড়া অভিবাসীদের কাজ সবে শুরু হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এইভাবে পর্যায়ক্রমে একে একে সব অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। ১৮ হাজার অবৈধ ভারতীয়দের এইভাবে দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন।
অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু ট্রাম্পের
JUST IN - White House: "Deportation flights have begun." pic.twitter.com/8WuTn8ZFML
— Disclose.tv (@disclosetv) January 24, 2025
আমেরিকায় এখন ৫০ লক্ষ অবৈধ অভিবাসী বাস করেন, বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। তাদের জন্যই আমেরিকার আর্থিক বড় ক্ষতি হচ্ছে বলে দাবি ট্রাম্পের। তবে এত সংখ্যক অভিবাসীদের দেশে পাঠাতে মার্কিন প্রশাসনের অনেক আর্থিক বোঝা চাপবে। সঙ্গে অনেক বড় আইনি জটিলতায় প্রশাসনিক কাজে জটিলতা তৈরির আশঙ্কাও তৈরি হচ্ছে।