আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কমেন্ট্রি বক্সে ঢুকতে চলেছেন। কিন্তু তার মাঝেও ৩৮ বছর বয়সে বিগ ব্যাশ টি-২০ ফ্র্যাঞ্চাইজি  লিগের ফাইনালে সিডনি থান্ডারকে তুললেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দীর্ঘ ৯ বছর পর বিগ ব্যাশের ফাইনালে উঠল সিডনি থান্ডার। সেমিফাইনালে সিডনি দ্বৈরথে সিডনি সিক্সার্সকে ৪ উইকেটে হারাল সিডনি থান্ডার্স। রান না পেলেও সুন্দর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে দলকে ফাইনালে তুললেন ওয়ার্নার। রবিবার ফাইনালে টিম ডেভিড, ক্রিস জর্ডন, নাথান এলিসের হোবার্ট হ্যারিকেন্সের বিরুদ্ধে খেলবে ওয়ার্নার, বিলিংসয়ের সিডনি থান্ডার।

এদিন অস্ট্রেলিয়ার আইপিএল হিসেবে পরিচিত BBL সেমিফাইনালে সিডনিতে প্রথমে ব্যাট করে সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে করে ১৫১ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়ার্নার (১১)-এর উইকেট হারায় থান্ডার। কিন্তু চার নম্বরে নেমে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার- ব্যাটার স্যাম বিলিংস ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন। রবিবার ফাইনালে হোবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে খেলবে সিডনি থান্ডার।

ফাইনালে উঠল সিডনি থান্ডার