মেলবোর্ন, ২৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2024) অঘটন। সেমিফাইনাল ম্যাচের মাঝে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়লেন কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। কোয়ার্টার ফাইনালে ফেভারিট আলকারাজ-কে অবিশ্বাস্য কায়দায় হারানোর পর এদিন শেষ চারের লড়াইয়ে প্রথম সেটে ৬-৭ হারের পর ম্যাচ ও মাঠ ছাড়তে বাধ্য হলেন সার্বিয়ানম জকোভিচ। ২৫তম গ্র্যান্ডস্লাম জেতার জন্য ৩৭ বছরের জকোভিচকে আরও অপেক্ষা করতে হচ্ছে। মাঠ ছাড়ার সময় রড লেভার এরিনায় দর্শকদের একটা বড় অংশ জকোভিচকে বিদ্রুপ করলেন। অজি ওপেনে রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন জোকার এদিন তাঁর ৫০তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে নেমে দুর্ভাগ্যের শিকার হলেন। বয়সে তাঁর অবিশ্বাস্য ফিটনেসকে ক্রমশ গ্রাস করছে তা আরও একবার প্রমাণ হল।
রাজত্ব হারা জোকার
১৬ মাস হয়ে গেল জকোভিচ কোনও গ্র্যান্ডস্লাম জেতেননি। টানা দু বছর তার অত্যন্ত প্রিয় গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠতে পারলেন না টেনিস বিশ্বের আদরের জোকার। এমনটা তাঁর সঙ্গে ৮-৯ বছর ধরে ঘটেনি। গতবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন জকোভিচ।
ফাইনালে শীর্ষ বাছাই সিন্নার বনাম দ্বিতীয় বাছাই জাভেরেভ
It’s Jannik Sinner vs Alexander Zverev in the Australian Open final.
Who do you think is going to win the trophy on Sunday? 🎾🏆#AustralianOpen #Tennis #Sinner #Zverev pic.twitter.com/WIRkXEWTKk
— BBC Sport (@BBCSport) January 24, 2025
রবিবার ফাইনালে নেই জকোভিচ
জোকারের বিদায়ের পর রবিবার বছরের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনালে শীর্ষ বাছাই ইতালির জান্নিক সিন্নার আর জার্মানির আলেকজান্দার জাভেরভের মধ্যে হতে চলেছে। গতবারের চ্যাম্পিয়ন সিন্নারের সামনে সুযোগ টেনিস বিশ্বে তার দাপট বাড়ানোর। আর অত্যন্ত প্রতিভাবান তকমা পাওয়া সত্ত্বেও গুড লুজার হিসেবে পরিচিত জাভেরভের সামনে সুযোগ তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের। ফরাসি ও ইউএস ওপেনে এর আগে একবার করে উঠলেও ককনও কাপ জেতেননি জার্মান তারকা। এই প্রথম তিনি অজি ওপেনের ফাইনালে নামবেন। অন্যদিকে, সিন্নার সেমিতে স্ট্রেট সেটে ৭-৬, ৬-২, ৬-২ হারান আমেরিকার বেন শেলটন-কে।