Saif Ali Khan (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ২৩ জানুয়ারি: সইফ আলি খানের উপর হামলার (Saif Ali Khan Attacked) ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি (Bangladesh) নাগরিক শরিফুল ইসলামকে। সইফের উপর হামলার ৭২ ঘণ্টার মধ্যে শরিফুলকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শরিফুল ইসলামকে গ্রেফতারির পর মুম্বই পুলিশ আপাতত নিজেদের হেফাজতেই রেখেছে। শরিফুল ইসলামের গ্রেফতারির পর এবার মুখ খুলতে দেখা গেল ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাবাকে।

আরও পড়ুন: Saif Ali Khan Stabbing Case: সইফের উপর কি সত্যিই হামলা হয় নাকি অভিনয়? প্রশ্ন তুলে অভিনেতাকে 'গারবেজ' বলে আক্রমণ বিজেপির নীতেশ রানের

শুনুন সইফের উপর হামলা চালানো ব্যক্তি শরিফুল ইসলমের বাবা কী বলছেন...

 

সংবাদ সংস্থা আইএএনএসের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে শরিফুল ইসলামের বাবাকে বলতে শোনা যায়, সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে, সে তাঁর ছেলে নয়। শরিফুল কখনও লম্বা চুল রাখে না। এমনকী শরিফুল ইসলামকে 'ফাঁসানো' হয়েছে বলেও দাবি করেন ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাবা। পাশাপাশি মুম্বইতে তাঁর ছেলে যে গ্রেফতার হয়েছে, তিনি সেই খবর টিভির সম্প্রচার এবং বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেন ওই ব্যক্তি।

সম্প্রতি সইফ আলি খানের ব্যান্দ্রার বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। ১ কোটি টাকা দাবি করে সইফ-করিনার বাড়িতে প্রবেশ করে। যা দিতে অস্বীকার করায়, সইফ আলি খানকে কোপানো হয়। ৬বার ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করা হয় সইফের শরীরের একাধিক অংশ। যা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।