Yashasvi Jaiswal (Photo Credit: BCCI/ X)

ICC Test Team of The Year 2024: ২০২৪ সালের আইসিসির সেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন তিন ভারতীয়। পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashaswi Jaiswal) এই দলে জায়গা করে নিয়েছেন। দলে চার ইংলিশ ও নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রয়েছেন, যার মধ্যে কেন উইলিয়ামসন অবশ্যই উল্লেখযোগ্য একজন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একমাত্র অস্ট্রেলিয়ান যিনি আইসিসির অল স্টার দলে জায়গা করে নিয়েছেন। এই একাদশে ৫৪-এর অ্যাভারেজে ১,৪৭৮ রান করেছিলেন জয়সওয়াল ইংল্যান্ডের বেন ডাকেটের সাথে ওপেন করেছেন। ২০২৪ সালে ৩৭.০৬ গড়ে ১,১৪৯ রান করে টেস্টে তৃতীয় সর্বোচ্চ স্কোরার এই ইংলিশ ওপেনার। নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন ২০২৪ সালে ৫৯.৫৮ গড়ে ১,০১৩ রান সংগ্রহ করে তিন নম্বরে রয়েছেন। Champions Trophy Promo 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি প্রোমোতে 'মানি হেইস্ট' কায়দায় হার্দিক, শাহিনরা; দেখুন ভিডিও

আইসিসি বর্ষসেরা টেস্ট দল ২০২৪

ইংল্যান্ডের জো রুট দীর্ঘতম ফর্ম্যাটে আরও একটি দুর্দান্ত বছর কাটানোর পরে চার নম্বরে জায়গা করেছেন তিনি। ৫৫.৫৭ গড়ে ১,৫৫৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বছর শেষ করেন তিনি। বছরের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান হওয়া রুটের ইংলিশ সতীর্থ হ্যারি ব্রুক ব্যাট করবেন পাঁচে। ৫৫ গড়ে ১১০০ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস বছরের বেশ কয়েকটি রেকর্ড ভাঙার পরে ব্রুকের পরে রয়েছেন। ৪২.৪৬ গড়ে ৬৩৭ রান করে অভিষেক বছরেই দলে জায়গা করে নিয়েছেন ইংলিশ উইকেটরক্ষক জেমি স্মিথ। স্টাম্পের পেছনে ৩২টি উইকেট নেন তিনি। এরপর ব্যাট হাতে ৫২৭ রান ও ৪৮ উইকেট নিয়ে দলে জায়গা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

দলকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স, যিনি ২০২৪ সালে ৩৭ উইকেট নিয়েছেন এবং ৩০৬ রান করেন। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ২০২৪ সালে ৪৮ উইকেট নিয়ে এই দলে জায়গা করে নেন। এই দলের আরেক পেসার হবেন বুমরাহ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২০০ উইকেট প্রথম বোলার হিসেবে ইতিহাসে নিজের জায়গা আরও মজবুত করলেন বুমরাহ। সব মিলিয়ে ২০২৪ সালে ৭১টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ।