Jasprit Bumrah becomes the Player of the series (Photo Credit: X@BCCI)

Bumrah ICC Player of the month for December 2024: ডিসেম্বরে দুনিয়ার সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এবার নিয়ে মোট দুবার এই পুরস্কার জিতলেন বুমরা (BUmrah)। আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারদের তালিকায় নাম আছে গুজরাটের এই তারকা পেসার।

আইসিসি প্রত্যেক মাসে সেরা ক্রিকেটার বেছে নেয়। সেইভাবে ডিসেম্বরে সেরা ক্রিকেটারের পুরস্কারের মনোনয়নে বুমরা-র সঙ্গে লড়াইয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক-পেসার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ডানে পাটেরসন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতে রেকর্ড ৩২টি উইকেট নেওয়া বুমরাই যে ডিসেম্বরের সেরা তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। সেটাই এদিন সরকারীভাবে ঘোষণা করল আইসিসি। তবে বুমরা পেলেও মহিলাদের ক্রিকেটে ডিসেম্বরের সেরা হতে পারলেন না স্মৃতি মন্ধনা।

আরও পড়ুন-বিজয় হাজারেতে অসামান্য রেকর্ড, আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন করুণ নায়ার; মিলল ইঙ্গিত

ডিসেম্বরে মোট ২২টি টেস্ট উইকেট নেন বুমরা

ডিসেম্বরে ভারত মোট তিনটি টেস্ট খেলে। সেগুলি হল- অ্যাডিলেডে দিন রাতের গোলাপী বলে, ব্রিসবেনে বৃষ্টিভেজা মাঠে, বক্সিং ডে টেস্টে মেলবোর্নে। তিনটির মধ্যে দুটিতেই বড় ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া, আর ব্রিসবেনে বৃষ্টি বাঁচিয়ে দেয় রোহিত শর্মার দলকে। কিন্তু টিম ইন্ডিয়া পরাস্ত হলেও, বুমরা কিন্তু অজি ব্যাটারদের বিরুদ্ধে জিতেছিলেন। অ্যাডিলড টেস্টে মোট ৪টি, ব্রিসবেনে ৯টি ও মেলবোর্নে ৯টি উইকেট নেন বুমরা।

বুমরা পেলেও, স্মৃতি পেলেন না

ডিসেম্বরে মহিলাদের ক্রিকেটে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সুথারল্যান্ড। ভারতের স্মৃতি মন্ধনা এই বিভাগে মনোনিত হলেও শেষ পর্যন্ত পুরস্কার পেলেন না।