Harsha Richhariya: তাঁকে দেখেই অনেকে বলছেন, কেমন যেন চেনা চেনা লাগছে! অনেকে আবার বলছেন, এবারের মহাকুম্ভে সবচেয়ে নজরকাড়া সাধ্বী। প্রয়াগরাজে মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড়ে কয়েকজন নানা কারণে নজর কাড়ছেন স্বাধী হর্ষা। যার আসল নাম হর্ষা রিচারিয়া Harsha Richhariya। সাধ্বী হর্ষা তাদের মধ্যে একজন। হর্ষা আসলে সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ব্যক্তি, যাকে বলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টা, ফেসবুক ঘাঁটলেই পরিষ্কার দেখা যাচ্ছে সুন্দরী নজরকাড়া অ্যাঙ্কার বা সঞ্চালিকা হর্ষা রিচারিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সাধারণ অ্য়াঙ্কারিংয়ের পাশাপাশি ইনস্টা রিলে ছোটখাটো পোশাক পরে নেচে ভিউজে ঝড় তোলেন হর্ষা। সেই হর্ষা এখন মহাকুম্ভের মহাস্নানে পুরো গেরুয়া পোশাকে সাধু-সন্তের মত হাজির প্রয়াগরাজে। গেরুয়া বসনে ক্যামেরার সামনে সাধ্বী হর্ষা বললেন, মহাকুম্ভের মাহাত্ম্যের কথা, ত্যাগ ও মানবকল্য়াণের কথা।
কে এই হর্ষা
মহাকুম্ভে আসার আগে থেকে হর্ষা ধর্মীয় বিষয় নিয়ে বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন। সে ভিডিয়োগুলির কয়েকটিতে তাঁকে অ্য়াঙ্কারের ভূমিকায় দেখা যাচ্ছে। তার আগে হর্ষাকে কখনও জনপ্রিয় হিন্দি গানের তালে, আবার কখনও খোলামোলে পোশাকে ইনস্টা মুডে নিজের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। ইনস্টা গার্ল অ্য়াঙ্কার আর মহাকুম্ভের সাধ্বীর বেশ হর্ষাকে মেলানো বেশ কঠিন হচ্ছে। অনেকেই বলছেন হর্ষা আসলে মধ্যপ্রদেশের মেয়ে, এথন থাকেন উত্তরাখণ্ডে।
অ্য়াঙ্কর থেকে সাধ্বী
Many people are sharing her video by claiming that she is a Sadhvi.
But it's not true. She is an actress and host.
Her name is Harsha Richhariya. pic.twitter.com/dup66NZpyc
— Vijay Patel (@vijaygajera) January 13, 2025
হর্ষার ইনস্টা পোস্ট
View this post on Instagram
দেখুন হর্ষার ইনস্টা পোস্ট
सन्यास लेने के बाद या संतों का चोला ओढ़ने के बाद झूठ नहीं बोलना चाहिए,
Harsha Richhariya जी ने कल एक इंटरव्यू में कहा कि उन्होंने दो साल पहले सांसारिक जीवन त्याग कर सन्यास धारण लिया,
जबकि इस पोस्टर में उनकी फोटो के साथ साफ लिखा है कि दो महीने पहले वो बैंकाक में Show कर रही थीं, pic.twitter.com/7Qz6ps0Lrz
— ANIL (@AnilYadavmedia1) January 13, 2025
হর্ষার ইনস্টা পোস্ট
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় হর্ষা
Here are her Instagram posts and YouTube videos.
She has posted religious stuff from her account for the past few months, but the claims of being Sadhvi are not true. pic.twitter.com/k8z69zMDih
— Vijay Patel (@vijaygajera) January 13, 2025
প্রচারের অস্ত্র?
অনেকেই বলছেন, নেহাত প্রচারের জন্যই মহাকুম্ভে গিয়েছেন হর্ষা। অনেকে আবার বলছেন, হর্ষার দেখানো পথে ইনস্টা সেলেবরা নিজেদের প্রচারের জন্য আরও একটা বড় উপায় পেয়ে গেলেন।