Harsha Richhariya. (Photo Credits: X)

Harsha Richhariya: তাঁকে দেখেই অনেকে বলছেন, কেমন যেন চেনা চেনা লাগছে! অনেকে আবার বলছেন, এবারের মহাকুম্ভে সবচেয়ে নজরকাড়া সাধ্বী। প্রয়াগরাজে মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড়ে কয়েকজন নানা কারণে নজর কাড়ছেন স্বাধী হর্ষা। যার আসল নাম হর্ষা রিচারিয়া Harsha Richhariya। সাধ্বী হর্ষা তাদের মধ্যে একজন। হর্ষা আসলে সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ব্যক্তি, যাকে বলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টা, ফেসবুক ঘাঁটলেই পরিষ্কার দেখা যাচ্ছে সুন্দরী নজরকাড়া অ্যাঙ্কার বা সঞ্চালিকা হর্ষা রিচারিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সাধারণ অ্য়াঙ্কারিংয়ের পাশাপাশি ইনস্টা রিলে ছোটখাটো পোশাক পরে নেচে ভিউজে ঝড় তোলেন হর্ষা। সেই হর্ষা এখন মহাকুম্ভের মহাস্নানে পুরো গেরুয়া পোশাকে সাধু-সন্তের মত হাজির প্রয়াগরাজে। গেরুয়া বসনে ক্যামেরার সামনে সাধ্বী হর্ষা বললেন, মহাকুম্ভের মাহাত্ম্যের কথা, ত্যাগ ও মানবকল্য়াণের কথা।

কে এই হর্ষা

মহাকুম্ভে আসার আগে থেকে হর্ষা ধর্মীয় বিষয় নিয়ে বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন। সে ভিডিয়োগুলির কয়েকটিতে তাঁকে অ্য়াঙ্কারের ভূমিকায় দেখা যাচ্ছে। তার আগে হর্ষাকে কখনও জনপ্রিয় হিন্দি গানের তালে, আবার কখনও খোলামোলে পোশাকে ইনস্টা মুডে নিজের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। ইনস্টা গার্ল অ্য়াঙ্কার আর মহাকুম্ভের সাধ্বীর বেশ হর্ষাকে মেলানো বেশ কঠিন হচ্ছে। অনেকেই বলছেন হর্ষা আসলে মধ্যপ্রদেশের মেয়ে, এথন থাকেন উত্তরাখণ্ডে।

অ্য়াঙ্কর থেকে সাধ্বী

হর্ষার ইনস্টা পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by Anchor harsha (@anchor_harsha)

দেখুন হর্ষার ইনস্টা পোস্ট

হর্ষার ইনস্টা পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by Anchor harsha (@anchor_harsha)

সোশ্যাল মিডিয়ায় হর্ষা

প্রচারের অস্ত্র?

অনেকেই বলছেন, নেহাত প্রচারের জন্যই মহাকুম্ভে গিয়েছেন হর্ষা। অনেকে আবার বলছেন, হর্ষার দেখানো পথে ইনস্টা সেলেবরা নিজেদের প্রচারের জন্য আরও একটা বড় উপায় পেয়ে গেলেন।