Gautam Gambhir: আইপিএলে কটা ম্যাচ ভাল খেলে কাপ জেতা, আর জাতীয় দলের কোচিং করে সাফল্য পাওয়া যে একেবারে আলাদা জিনিস সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একের পর এক হারে কোণঠাসা গুরু গম্ভীরের সামনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অগ্নিপরীক্ষার হতে চলেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি-তে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া সাফল্য না পেলে কোচ গম্ভীরের ডানা ছাটা কিংবা চাকরি যেতে পারে। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর গম্ভীর বুঝে গিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলেই তার আর কিছু বলার থাকবে না। এত প্রতিভাবান সব ক্রিকেটার, সব ধরনের সুবিধা পাওয়ার পরেও এভাবে যদি বারবার হারতে হয় তাহলে সবার আগে যে কোচের চাকরি যায় সেটা জানা কথা।
গম্ভীর বার্তা বোর্ডের!
কিউইদের বিরুদ্ধে দেশের মাটিতে ০-৩ হার, অজি সফরে ধরাশায়ী হওয়ায় রোহিত, বিরাটদের জন্য ঘরোয়া ক্রিকেটে খলা বাধ্যতামলূক, স্ত্রী-দের বিদেশ সফরে নিয়ে যাওয়া নিয়ে একগুচ্ছ কড়া নিয়ম জারি করেছে বোর্ড। তেমনই গম্ভীরের জন্যও অদৃশ্য একটা টাইমলাইন বেঁধে দেওয়া হল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলে অধিনায়ক রোহিত শর্মা-র অপসারন যেমন নিশ্চিত হবে, তেমন গম্ভীরের আসনও একেবারে সুতোয় ঝুলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের মাপকাঠি যে শুধু কাপ জেতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফাইনালে হারলেও সেটা ব্যর্থতা হিসেবেই দেখা হবে। কারণ বেশ কয়েক বছর ধরেই ওয়ানডে-তে দারুণ খেললেও ৫০ ওভারের ফর্ম্যাটে কোনও বড় আইসিসি ট্রফি নেই টিম ইন্ডিয়ার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ হলে রোহিত, বিরাটদের তুলোধনা করা হবে তা নিশ্চিত।
গম্ভীর আসতে একের পর এক ব্যর্থতা
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কিছু দিন পেরই টিম ইন্ডিয়ার প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল গৌতম গম্ভীর-কে। গম্ভীর আসার আগে টিম ইন্ডিয়ার 'অল ইজ ওয়েল'-ই চলছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে, ওয়ানডে-তে নতুন ক্রিকেটারদের উঠে আসা, টি-২০তে বিশ্বসেরা- গম্ভীর পূর্ববর্তী যুগে তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার দাপট ছিল। কিন্তু অক্টোবরে নিউ জিল্যান্ড সিরিজ থেকে শুরু হওয়া বড় পরীক্ষায় বাববার ব্যর্থ হচ্ছেন গুরু গম্ভীর।
কোথায় ব্যর্থ গোতি
দেশের মাটিতে টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার মহালজ্জার পর, অস্ট্রেলিয়ায় দারুণ শক্তিশালী স্কোয়াড গিয়েও ১-৩ পর্যদুস্ত হওয়া, প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উঠতে না পার। টিম ইন্ডিয়ার জার্সিতে গম্ভীরের কোচিং অনেকটাই আতঙ্কের মত হয়েছে। সবচেয়ে বড় কথা, শুধু ক্রিকেটীয় দিক থেকেই নয়, অজি সফরে প্রথমে অশ্বিনের আচমকা অবসর নিয়ে দেশে ফেরা, সিডনিতে রোহিত শর্মার বাদ পড়ার পর ড্রেসিংরুমের কথা ফাঁস হওয়া নানা বিষয়ে গম্ভীরের 'ম্যান ম্যানজেমেন্ট' স্কিল নিয়েও প্রশ্ন উঠেছে।