নিজের ২০ বছর বয়সের দেওরের বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যৌনতার প্রতারণার অভিযোগ এনেছিলেন ৩০ বছরের এক বিধবা মহিলা। যুবকটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতে গত বছর সেপ্টেম্বরে ২০ বছরের সেই যুবককে গ্রেফতার করে পুলিশ।
স্বামীর মৃত্যু ৪ বছর আগে, দেওরের সঙ্গে শারীরিক সম্পর্ক ২ বছর আগে
সেই মহিলার স্বামী বছর চারেক আগে মারা যান। তাঁর তিনটি সন্তান রয়েছে। তাদের মধ্যে প্রথম সন্তানের বয়স ৯, আর ছোটটির চার। মহিলার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, গত দু বছর ধরে তার দেওর বিভিন্ন সময় তার সঙ্গে নিয়মিত যৌনতায় জড়িত ছিলেন। বিয়ের প্রতিশ্রতি দিয়েই দেওর তাকে শারীরিক সম্পর্কে টোপ দিতে বলে সেই মহিলা পুলিশের কাছে নালিশ জানায়।
দেখুন কী বলল আদালত
Physical Relation Not Considered Against Will If Married Woman With Experience In Sex Offers No Resistance: Allahabad HC | @ISparshUpadhyay
Victim, a mother of 3 children, was capable of understanding morality associated with the act : HChttps://t.co/T1eTRO3DGX
— Live Law (@LiveLawIndia) January 14, 2025
যুবককে জামিন
এই মামলা নিয়ে এলাহাবাদ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার সিং জানালেন, যৌনতার অভিজ্ঞতা কোনও বিবাহিত মহিলা শারীরিক সম্পর্কে বাধা না দিলে সেটাকে তার ইচ্ছার বিরুদ্ধে হওয়া যৌনতা বলা যাবে না। তিন সন্তানের মা হয়ে তার বোঝা উচিত ছিল, পুরো বিষয়টি। এই শারীরিক সম্পর্ক তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তা বলা যাবে না। এই যুক্তিতে দেওরকে জামিনের নির্দেশ দেন বিচারপতি।