Sindhu। (File Image)

এশিয়ান ব্যাডমিন্টনে ফিরল চিনের দাপট। দু বছর পর করোনার কারণে বন্ধ থাকার পর চলতি বছর এশিয়ান ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস ও ডবলস, মিক্সড ডবলস বিভাগে খেতাবে সোনা জিতলেন চিনের খেলোয়াড়রা। এমনিতে ব্যাডিমন্টনে চিনের দাপট বহু বছর ধরেই। কিন্তু ভারত, জাপানের মত দেশগুলির উত্থানের পর পেশাদার ব্যাডমিন্টনে কিছুটা হলেও দাপট কমে চিনের। কিন্তু আজ, রবিবার ফিলিপিন্সে শেষ হওয়া ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে চিন ৩টি সোনা সহ জিতল মোট ৬টি পদক। সেখানে পদক তালিকায় দু নম্বরে থাকা ইন্দোনেশিয়া জিতল ১টি সোনা সহ পাঁচটি পদক।

এ বছর এশিয়ান ব্যাডিমন্টনে ভারতের একমাত্র পদকটি জেতেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জাপানের তারকা তথা প্রাক্তন চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগোচিকে হারিয়ে সোনা জেতেন ২২ বছরের চিনের খেলোয়াড় ওয়াং ঝিউ। ওয়াংকে ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে সোনা জয়ের ব্যাপারে ফেভারিট ধরা হচ্ছে।

২০১৯ সালে শেষবার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জিতছিল জাপান (৩টি সোনা, ১টি রুপো, ২টি ব্রোঞ্জ)। ২০১৯ এশিয়ান ব্যাডমিন্টনের সবচেয়ে জনপ্রিয় তিনটি ইভেন্ট-১) পুরুষদের সিঙ্গলস, ২) মহিলাদের সিঙ্গলস, ৩) পুরুষদের ডবলস-এ সোনা জিতেছিলেন জাপানের খেলোয়াড়রা। চিনে জিতেছিল মহিলাদের ডবলস ও মিক্সড ডবলসের সোনার খেতাব। ভারত ২০১৯ এশিয়ান ব্যাডমিন্টনে কোনও পদক পায়নি।