Team Australia with Trophy. (Photo Credits: Twitter)

লাহোর, ২৫ মার্চ: দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নেমে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। শুক্রবার সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে ১-০ সিরিজ জিতল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি টেস্ট রাওয়ালপিন্ডি ও করাচিতে ড্র হয়েছিল। লাহোরে শেষ দিনে পাকিস্তান ওপেনার ইমাম উল হক-বাবর আজম লড়লেও বাকিরা সেভাবে কিছু করতে না পারায় ম্যাচের চতুর্থ ইনিংসে পাকিস্তান অল আউট হয়ে যায় ২৩৫ রানে। চতুর্থ ইনিংসে অজি স্পিনার ন্যাথান লিঁয় ৮৩ রান দিয়ে নেন ৫টি উইকেট। ম্যাচের সেরা অধিনায়ক প্যাট কামিন্স প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর, আজ পাকিস্তানের তিনজন ব্যাটারকে আউট করেন।

বাবর আজম যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল করাচির মত লাহোরেও কোনওরকমে ম্যাচ ও সিরিজ বাঁচিয়ে দিতে পারবে পাকিস্তান। কিন্তু লিঁয়-র বলে বাবর (৫৫)ফিরতেই পরিষ্কার হয়ে যায় দেশের মাটিতে টেস্ট সিরিজ হারাচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১২৩ রানের লিড নিয়েছিল, পাকিস্তানের শেষ সাতটা উইকেট পড়েছিল ২০ রানে। সেটাই বড় ফারাক গড়ে দিল। আরও পড়ুন: কাল আইপিএল-র প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি কেকেআর, দেখে নিন কলকাতার ম্যাচের তালিকা

দেখুন টুইট

লাহোরে প্রথম ইনিংসে ৯১ ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা অজি ওপেনার উসমান খোয়াজ পুরো সিরিজ জুড়ে অবিশ্বাস্য ব্যাটিং করে সিরিজ সেরার পুরস্কার জিতলেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের সুদিনটা বেশ ভালভাবেই ফিরেছে। গত বছরের শেষে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারপর চলতি বছরের গোড়ায় ৪-০ অ্যাসেজ সিরিজ জয়ের পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে ক্রিকেট বিশ্বে আবার হলুদ জার্সির দাপট।