Manish Pandey, Ashrita Shetty (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ জানুয়ারি: যুজবেন্দ্র চাহাল (Amid Chahal) এবং ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিচ্ছেদ নিয়ে যখন চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে, সেই সময় কেকেআর খেলোয়াড় মণীশ পান্ডের খবরও উঠে এল পেজ থ্রির পাতায়। শোনা যাচ্ছে, মণীশ পান্ডে (Manish Pandey) এবং তাঁর অভিনেত্রী স্ত্রী  আশরিতা শেট্টির (Ashrita Shetty) সম্পর্কেও নাকি সমস্যা ঘোঁট পাকতে শুরু করেছে।

মণীশ পান্ডের কি বিচ্ছেদ সম্পন্ন?

কেকেআর (KKR) তারকার অনুরাগীরা অনেকে মনে করছেন, মণীশের সঙ্গে  আশরিতার বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। দুজনের সোশ্যাল মিডিয়া পোস্টে কারও সঙ্গে কারও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তার জেরেই অনেকে মণীশ পান্ডে এবং  আশরিতা শেট্টির সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু করেছেন। বেশ কিছুদিন ধরেই মণীশ পান্ডে এবং  আশরিতা  শেট্টিকে তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে একসঙ্গে ভক্তরা কোনওভাবেই দেখতে পাচ্ছেন না বলেই এই জল্পনা।

এসবের পাশাপাশি মণীশ পান্ডে এবং  আশরিতা শেট্টি নিজেদের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ছবি সরিয়েছেন। দুজনের বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে না।

যদিও মণীশ পান্ডে এবং  আশরিতা শেট্টির কেউ এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করেননি। তাঁদের পরিবারের তরফেও কিছু জানানো হয়নি। দুজনের নীরবতা জল্পনার আগুন আরও তীব্র করছে।

কখন মণীশ পান্ডে এবং  আশরিতা শেট্টি বিয়ে করেন?

২০১৯ সালে মণীশ পান্ডে এবং  আশরিতা শেট্টি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন। খুব কম সময় সম্পর্কে থেকেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।