গাজায় যদি ক্রমাগত হামলা চলে। ইজরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে, তাহলে মুসলিমদের কেউ থামাতে পারবে না। গাজায় হামলা না থামানো হলে গোটা বিশ্বের মুসলিমদের কেউ থামাতে পারবে না। এবার এভাবেই কড়া সুরে হুমকি দিলেন ইরানের প্রধান ধর্মগুরু আয়তুল্লা আলি খামেইনি। ইরানের ধর্মগুরু বলেন, প্যালেস্তিনীয়দের উপর ক্রমাগত হামলা চালনো হচ্ছে। প্যালেস্তিনীদের উপর হামলা বন্ধ না হলে, এর ফল ইজরায়েলকে ভুগতে হবে। প্রসঙ্গত ইজরায়েলের উপর হামাসের হামলার পর গাজায় পালটা হানাদারি চলে। ওই সময়ও ইরানের প্রধান ধর্মগুরু খামেইনি বলেন, গাজায় হানাদারি বন্ধ হোক। গাজায় হানাদারি বন্ধ না হলে, তার ফল ভাল হবে না বলে দেওয়া হয় হুমকি। তবে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ইরান যেন মাথা না ঘামায়। আমেরিকার এই সতর্কতার পর খানিকটা পিছু হটে ইরান। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধে তেহরান মাথা ঘামাবে না বলে জানানো হয় সে দেশের তরফে। তবে ওই বিবৃতির পর ফের সুর বদল ইরানের প্রধান ধর্মগুরু আয়তুল্লা আলি খামেইনির।
JUST IN: Iran Leader: "If the crimes of the Zionist regime continue, no one can stop the Muslims and the resistance forces." pic.twitter.com/Nz9v7an8d1
— Mario Nawfal (@MarioNawfal) October 17, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)