চলছে যুদ্ধ বিরতি পর্ব। ফলে গাজায় (Gaza) ফের ফিরতে শুরু করেছেন প্যালেস্তিনীয়রা (Palestine)। উত্তর গাজায় (North Gaza) প্যালেস্তিনীয়রা ফিরতে শুরু করেছেন। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের মাঝে প্রায় ১০ হাজার প্যালেস্তিনীয়কে বাস্তুহারা করা হয়। ঘর, বাড়ি ছেড়ে ওই প্যালেস্তিনীয়দের উত্তর গাজা থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। এবার ইজরায়েলের সঙ্গে হামাসের (Hamas) যুদ্ধ বিরতির মাঝে ফের প্যালেস্তিনীয়রা গাজায় ফিরতে শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্পের চরম হুমকির পর ইজরায়েল এবং হামাসের সঙ্গে যেমন যুদ্ধ বিরতি হয়, তেমনি পণবন্দিদের মুক্ত করার কাজও হয় শুরু। হামাস নিজেদের কবজা থেকে একের পর এক ইজরায়েলি পণবন্দিকে মুক্ত করার কাজ শুরু করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করে হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীকে খতম করতে পালটা হামলা শুরু করে ইজরায়েল। তখন থেকেই গাজার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। হামাসের খোঁজে ইজরায়েল যে হামলা চালায়, তার জেরে বাস্তুহারা হতে শুরু করেন গাজার সাধারণ মানুষ। সেই সঙ্গে ঝরতে শুরু করে হাজার হাজার প্রাণ।
উত্তর গাজায় ফিরছেন প্যালেস্তিনীয়রা...
Tens of thousands of forcibly displaced Palestinians have been returning on foot to north Gaza after a deal was agreed between Israel-Hamas ceasefire deal to allow people back through, for the first time since the war began in Oct 2023. pic.twitter.com/eTmmAeNmiN
— Al Jazeera English (@AJEnglish) January 27, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)