এবার একটি ভয়াবহ ছবি সামনে এল ইরান থেকে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) কুশপুতুলকে ফাঁসিতে ঝোলানো হয়। সেই সঙ্গে ইরানের রাজধানীতে আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বয়ে যায়।

ইরানের (Iran) মানুষের অভিযোগ, প্যালেস্তাইনের (Palestine) মানুষকে খুন করা হচ্ছে। আমেরিকা এবং ইজরায়েল একযোগে প্যালেস্তাইন এবং ইরানের মানুষকে নির্বিচারে হত্যা করছে বলে তেহরানের (Tehran)  প্রতিবাদ, প্রতিরোধ থেকে রব উঠতে শুরু করে।

প্রসঙ্গত ইজরায়েলের সঙ্গে েহামাসের যুদ্ধের মাঝে, ইজরায়েল বোমা ফেলে ইরানে। এরপর আমেরিকা হাজির হয়ে ইরানের পরমাণু শক্তি কেন্দ্রে হামলা চালায়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা বিশ্ব। ফলে হামাস এবং ইজরায়েলের মাঝে শান্তি চুক্তি হলেও, পরে তা আবার বাধাপ্রাপ্ত হয়। হামাস যেমন ইজরায়েলে হামলা চালায়, তেমনি নেতানিয়াহু বাহিনীও পালটা হামলা চালায় গাজ়ায়। যা নিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার নাম তো নেই, উলটে বেড়েই চলেছে।

দেখুন তেহরানে কীভাবে ট্রাম্প এবং নেতানিয়াহুর কুশপুতুলকে ফাঁসি দেওয়া হল...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)