আজ, রবিবার সারাটা দিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলল বৃষ্টি। সন্ধ্যা পেরিয়ে রাতেও সমানে চলছে বারিধারা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে অবিরাম বৃষ্টি চলছে। একইসঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির লাল ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে। অসহনীয় গরম থেকে মুক্তি পেলেও বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়বে কীভাবে তা ভেবে অনেক বাঙালির রাতের ঘুম উড়েছে। মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় । এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
গত ২৪ ঘণ্টায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। তারপর সেটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি।
দেখুন সুন্দরবনে চলছে বৃষ্টি
#WATCH | West Bengal: Rain lashes parts of South 24 Parganas. Visuals from the Sundarbans area. pic.twitter.com/ngdp4tqWEP
— ANI (@ANI) September 15, 2024
দেখুন আবহাওয়ার পূর্বাভাস
IMD tweets, "The deep depression over Gangetic west Bengal moved west-northwestward with a speed of 5 kmph during past 6 hours and lay centred at 1200 utc of today, the 15th September 2024, over the same region near latitude 22.8° n and longitude 87.2° e, about 120 km… pic.twitter.com/eO8CvJJrBR
— ANI (@ANI) September 15, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)