আকন্ঠ মদ্যপান করে পুণের রাস্তায় দ্রুতগতির পোর্শে গাড়ি চালিয়ে এক নাবালক কেড়ে নিয়েছে জলজ্যান্ত দুটি প্রাণ।দুটি বার থেকে ওই নাবালক প্রায় ৬৯০০০ টাকার মদ্যপান করেছিল। পুলিশ সূত্রে খবর, 'রবিবার রাত ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ পুনের কোসি নামে একটি পানশালায় গিয়েছিল অভিযুক্ত যুবক ও তার বন্ধুরা। সেখানে ৪৮ হাজার টাকার বিল পেমেন্ট করে সে। এরপর দ্বিতীয় পানশালার উদ্দেশে রওনা দেয় তারা। মধ্যরাত ১২টা ১০ মিনিট নাগাদ দ্বিতীয় পানশালা ব্ল্যাক ম্যারিয়টে যায় তারা। কোসিতে অতিরিক্ত মদ না পাওয়ায় শেষ পর্যন্ত ব্ল্যাক ম্যারিয়টে যায় অভিযুক্ত নাবালক।' দুই বারেই নাবালককে মদ সরবরাহ করার অভিযোগে গ্রেফতার করা হয় দুই বার মালিককে। এই ঘটনার পরই প্রশাসন অবৈধ পাব এবং বারগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুলডোজার নিয়ে পথে নেমেছে। প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পুনের পাব ও বার কর্মীরা। দেখুন ভিডিও-
#WATCH | Maharashtra | Pub and bar employees hold protest against bulldozer action taken by the administration, in Pune. pic.twitter.com/KmbBBaQeXx
— ANI (@ANI) May 24, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)