ঢাকা: বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus) জলবণ্টন চুক্তি নিয়ে ভারতকে সতর্ক বার্তা দিলেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক সাক্ষাৎকারে নোবেলজয়ী ভারত সরকারকে সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে জলবণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে, এক্ষেত্রে বাংলাদেশের সুনির্দিষ্ট অধিকার রয়েছে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা জলবণ্টন চুক্তির (Teesta Water Sharing Treaty) বিষয়ে সমস্যা সমাধান নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। তিনি আরও বলেন, আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। আমি যদি জানি, আমি কতটুকু জল পাব, সেটা ভালো হতো। এমনকি জলের পরিমাণ নিয়ে যদি খুশি নাও হই, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এই বিষয়টি সমাধান হতেই হবে।’
পিটিআইকে কী বললেন দেখুন-
STORY | Bangladesh's Chief Adviser Yunus calls for resolving issues over Teesta water-sharing treaty with India
READ: https://t.co/O2qFLFCQ0k pic.twitter.com/xNt4FGJ5xD
— Press Trust of India (@PTI_News) September 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)