Abdul majid mangal & Family Photo Credit: Twitter@@AjeetTiwariaje

৪২ জন সন্তান ও ৪ স্ত্রীকে রেখে প্রয়াত হলেন আবদুল মজিদ মঙ্গল (Abdul Majeed Mangal)। পাকিস্তানের (Pakistan) নোশকি জেলার (Noshki District) বাসিন্দা আবদুল মজিদ মঙ্গল বিখ্য়াত মানুষ ছিলেন। তিনি ছিলেন মোট ৫৪ সন্তানের বাবা। তাঁর স্ত্রীর সংখ্যা ৬। পেশায় ট্রাক চালক মজিদ ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ১৮ বছর বয়সে মদিজ প্রথম বিয়ে করেছিলেন। এরপর আরও ৫ জন মহিলাকে তিনি বিয়ে করেন। দুই স্ত্রী ইতিমধ্যেই মারা গিয়েছেন। মজিদের ৫৪ সন্তানের মধ্যে ২২ জন পুত্র এবং ২০ জন কন্যা। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। ৪২ জন এখন জীবিত রয়েছেন।

২০১৭ সালে প্রথম খবরের শিরোনামে আসেন আব্দুল মজিদ মঙ্গল এবং তাঁর পরিবার। সেই সময়ে পাকিস্তানে আদমশুমারি চলছিল। ২০১৭ সালের আদমশুমারির আগে কোয়েটা শহরের জান মোহাম্মদ খিলজি বেশি সন্তানের পিতা হওয়ার দাবিদার ছিলেন। সেই সময় তাঁর ৩৬টি সন্তান ছিল।