![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/apoorva-mukhija.jpg?width=380&height=214)
মুম্বই, ১১ ফেব্রুয়ারি: সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্ট (India's Got Latent) নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। সময় রায়নার শোয়ে রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia) 'বাবা-মাায়ের যৌন সম্পর্ক' নিয়ে যে মন্তব্য করেন, তার জেরে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। একজন জনপ্রিয় ইউটিউবার হয়ে (যাঁর শোয়ে তারকা থেকে রাজনীতিবিদ, প্রায় প্রত্যেকে হাজির হন) কীভাবে এই ধরনের অশ্লীল প্রসঙ্গের উত্থাপন করেন এলাহাবাদিয়া, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে মুম্বই, গুয়াহাটিতে দায়ের করা হয় অভিযোগ। যার জেরে মুম্বই পুলিশ মঙ্গলবার রণবীর এলাহাবাদিয়ার ভরসোভার বাজড়িতে পৌঁছে যায়। সংসদেও এলাহাবাদিয়া প্রসঙ্গ উঠতে পারে বলে সূত্রের খবর।
রণবীর এলাহাবাদিয়া, সময় রায়নার পাশাপাশি ইনফ্লুয়েন্সার অপূর্বা মাখিজার (Apoorva Mukhija) বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বহু মানুষ। অপূর্বা মাখিজা যেভাবে মহিলাদের গোপণাঙ্গ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন, তার জেরে নেটিজেনদের একাংশ ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন।
সময় রায়নার শোয়ে অপূর্বা মাখিজা এক প্রতিযোগীকে প্রশ্ন করেন, (কভি ভ্যাজাইনা দেখি হ্য়ায়, মাসে নিকালনেকে বাদ) 'মায়ের শরীর থেকে বেরনোর পর কখনও ভ্যাজাইনা (মহিলাদের যৌনাঙ্গ) দেখেছ?' প্রকাশ্যে একটি শোয়ে অপূর্বা মাখিজা ওরফে 'দ্য রেবেল কিড' (The Rebel Kid), 'কালেসি অউরাৎ' কীভাবে এই ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কে এই অপূর্বা মাখিজা?
তরুণ প্রজন্মের কাছে অপূর্বা মাখিজা এক পরিচিত নাম। ভ্রমণ থেকে ফ্যাশন, একাধিক বিষয়ে অপূর্বার কনটেন্ট দেখা যায়। সেই সঙ্গে নেটফ্লিক্স, স্পোটিফাই, হটস্টার, গুগল, অ্যামাজন, মেটার মত একাধিক আন্তর্জাতিকমানের সংস্থার হয়ে কাজ করেন অপূর্বা মাখিজা।
ইনস্টাগ্রামে অপূর্বার ২.৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইউটিউবে সাবসক্রাইবারের সংখ্যা ৫ লক্ষের বেশি। অপূর্বার যে ফলোয়াররা রয়েছেন, তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যা সবেচেয়ে বেশি বলে জানা যায়। এবার সেই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন বহু মানুষ।