![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/05/Pixabay-26-1.jpg?width=380&height=214)
নয়াদিল্লিঃ দাম্পত্য কলহ লেগেই ছিল। আর সেই বিবাদের জেরে স্ত্রীকে খুন(Murder) করল স্বামী(Husband)। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার(Tripura) আমতলী থানার অন্তর্গত দারোগাবাড়ি ঠাকুরপাড়া এলাকায়। ধৃত ব্যক্তির নাম শ্যামল দাস। বয়স ৪০। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী স্বপ্না দাসের সঙ্গে প্রায়শই বিবাদ লেগে থাকত শ্যামলের। এদিন তা চরমে পৌঁছলে স্ত্রীকে খুন করে শ্যামল। এরপর থানায় ফোন করে সে জানায়, তার স্ত্রীকে খুন করা হয়েছে।
বিবাদের জেরে স্ত্রীকে খুন স্বামীর
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল। ছুটে আসে ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড। প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল স্বামী শ্যামল। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে সে। সঙ্গে সঙ্গে শ্যামলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই অভিযুক্ত শ্যামল দাসের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
দাম্পত্য কলহের জের, স্ত্রীকে খুন করে গ্রেফতার স্বামী
Tripura Man Kills Wife, Walks Into Police Station To Report Crime: Cops https://t.co/FVSV6M0FRP pic.twitter.com/0B7PoLx1AH
— NDTV News feed (@ndtvfeed) February 12, 2025