India’s Got Latent (Photo Credits: X)

নয়া দিল্লি, ১১ ফেব্রুয়ারিঃ অনলাইন প্ল্যাটফর্মে অবমাননাকর এবং অসম্মানজনক মন্তব্যের জন্য ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), সময় রায়না (Samay Raina), অপূর্বা মাখিজা, জসপ্রীত সিং এবং আশিস চঞ্চলানি-সহ 'ইন্ডিয়াস গট লেটেস্ট' নির্মাতাদের ডেকে পাঠাল জাতীয় মহিলা কমিশন (India’s Got Latent)।

সদ্য কৌতুক শিল্পী সময় রায়নার (Samay Raina) ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'এ (India’s Got Latent) অতিথি তথা বিচারক হয়ে এসেছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। কমেডি শোয়ে এসে রসিকতার নামে মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে রণবীর যে কুরুচিকর মন্তব্য করেছেন তা শালীনতার সমস্তরকম মাত্রা ছাড়িয়েছে। ছিছিক্কার কাণ্ড দেশজুড়ে। ওই ইউটিউব শো, সেদিনের এপিসোডের অতিথি এবং নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জাতীয় মহিলা কমিশনেও (NCW) দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগের শুনানির জন্যে আগামী ১৭ ফেব্রুয়ারি রণবীর, সময়, অপূর্বা, জসপ্রীত, আশিস সহ শো নির্মাতাদের তলব করা হয়েছে। দুপুর ১২ টার মধ্যে নয়াদিল্লির জাতীয় মহিলা কমিশনের অফিসে তাঁদের পৌঁছে যেতে বলা হয়েছে।

রণবীর, সময়দের ডেকে পাঠাল জাতীয় মহিলা কমিশনঃ

এই ধরনের শো যাতে বন্ধ করে দেওয়া হয় সেই দাবি তুলে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (AICWA)।