![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/01/70-5.jpg?width=380&height=214)
নয়াদিল্লিঃ প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত মহান্ত সত্যেন্দ্র দাস(Acharya Satyendra Das)। আজ, বুধবার লখনউয়ের (Lucknow) সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৩ ফেব্রুয়ারি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন তিনি। এদিন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। নিউরোলজি বিভাগের এইচডিইউতে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়, ডায়াবেটিস এবং হাইপারটেনসিভের প্রবণতা ছিল তাঁর। আচার্য সত্যেন্দ্রনাথ দাসের মৃত্যুতে ভক্তমহলে শোকের ছায়া।
চলে গেলেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস
প্রসঙ্গত, মাত্র ২০ বছর বয়সে আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল সত্যেন্দ্রনাথ দাসের। নির্বাণা আখড়ার সন্ন্যাসী ছিলেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের সময় অস্থায়ী মন্দিরের পুরোহিত ছিলেন সত্যেন্দ্র দাস। সেই সময় টানা ৯ মাস কার্যভার সামলান।এরপর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি এই রামমন্দির সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত চিলেন। রামমন্দির নির্মাণের ক্ষেত্রে নিয়েছেন বহু সিদ্ধান্ত। রামমন্দির সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে দেখা যেত তাঁকে। তবে আর শোনা যাবে না তাঁর সেই বক্তব্য।
প্রয়াত রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস
Acharya Satyendra Das, the chief priest of Ayodhya's Shri Ram Janmabhoomi temple, passed away at SGPGI Lucknow, today, confirms the hospital.
He was admitted to SGPGI on February 3 and was in the Neurology ward HDU after he suffered a stroke pic.twitter.com/vVmmjIIPoB
— ANI (@ANI) February 12, 2025