![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/whatsapp-image-2025-02-12-at-09-34-04-4c9556a7.jpg?width=380&height=214)
Sri Lanka National Cricket Team vs Australia National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচটি আয়োজিত হবে ১২ ফেব্রুয়ারি, বুধবার। আজ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টেস্টে অজিদের কাছে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কা চাইবে ঘুরে দাঁড়াতে। আসন্ন ওয়ানডেতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের সঙ্গে আয়োজক দলের টপ অর্ডারের নেতৃত্ব দেবেন বাঁহাতি এই ব্যাটার। অন্যদিকে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ স্মিথ আবারও দুই ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও তিনি আরও সাফল্য পেতে চাইবেন এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলকে প্রস্তুত করতে চাইবেন। SL vs AUS 1st ODI Dream11 Prediction: গল প্রথম ওয়ানডে এগিয়ে শ্রীলঙ্কা না অস্ট্রেলিয়া? একনজরে Dream 11 Prediction
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া
🏏 MATCH DAY! Sri Lanka 🇱🇰 vs Australia 🇦🇺 – 1st ODI is here! 🔥 #SLvsAUS #SriLankaCricket pic.twitter.com/UQWL15LwYJ
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 12, 2025
শ্রীলঙ্কা স্কোয়াডঃ পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ডুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফরি ভ্যান্ডারসে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, নুওয়ানিন্দু ফার্নান্দো, নিশান মাদুশকা, মোহাম্মদ সিরাজ, এশান মালিঙ্গা।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কনোলি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভীর সংঘ, স্পেন্সার জনসন, মিচেল স্টার্ক, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডরশুইস, অ্যারন হার্ডি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ?
১২ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে।