প্রয়াগে পুষ্পবৃষ্টি (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ আজ মাঘী পূর্ণিমা(Magh Purnima) উপলক্ষে মহাকুম্ভে(Mahakumbh 2025) উপচে পড়া ভিড়। ভোরবেলা থেকে শুরু হয়ে গিয়েছে পুণ্য স্নান(Amrit Snan)। পবিত্র ত্রিবেণী সঙ্গমে(Triveni Sangam) ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। আর ভক্তদের পুণ্যস্নানকে আর একটু বিশেষ করে তুলতে এবার যোগী সরকারের বিশেষ উদ্যোগ। এদিন সকাল ৮ টা নাগাদ প্রয়াগের আকাশে উড়ল হেলিকপ্টার। এই হেলিকপ্টারের মাধ্যমে ত্রিবেণী সঙ্গমে আগত পুণ্যার্থীদের উপর ছড়ানো হল ফুল। বেশ কিছুক্ষণ সময় ধরে চলে এই পুষ্পবৃষ্টি। এই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মাঘী পূর্ণিমায় প্রয়াগে বিশেষ ব্যবস্থা

প্রসঙ্গত,হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার গুরুত্ব রয়েছে। এই তিথিতে সঙ্গমে ডুব দিলে মোক্ষলাভ সম্ভব বলে বিশ্বাস করেন হিন্দুরা। আর তাই আজ প্রয়াগমুখী হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। বুধ সকালেই ত্রিবেণী সঙ্গমে হাজির হন কমপক্ষে ৪ লক্ষ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই অনুমান। অন্যদিকে ভিড় সামলাতে তঠস্থ যোগী প্রশাসন। বাড়ানো হয়েছে মেলা প্রাঙ্গণের নিরাপত্তা। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অতীতে পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়েই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মাঘী পূর্ণিমার ভিড় সামলাতে বদলানো হয়েছে মেলার বেশকিছু নিয়ম।

 মাঘী পূর্ণিমায় সঙ্গমে শুরু পুণ্যস্নান, আকাশপথে চলছে পুষ্পবৃষ্টি