Taslima Nasreen (Photo Credit: Facebook)

কলকাতা, ১১ ফেব্রুয়ারি: বাংলাদেশ (Bangladesh) বইমেলায় ভাঙচুর। এবার বইমেলায় (Bangladesh Book Fair) 'সব্যসাচী' নামে যে স্টলে তসলিমা নাসরিনের বই রাখা হয়েছিল, ধর্মীয় মৌলবাদীরা সেখানে ভাঙচুর চালায়। তসলিমা নাসরিনের (Talima Nasreen) বই রাখার 'অপরাধেই' সেখানে ভাঙচুর চালানো হয়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তসলিমা নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টির উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশের বইমেলায় সব্যসাচী স্টলটি যাতে খুলতে দেওয়া হয়, সে বিষয়েও লেখিকা আবেদন করেন।

দেখুন কী লিখলেন তসলিমা নাসরিন...

প্রসঙ্গত কলকাতা বইমেলায় এই প্রথম বাংলাদেশের কোনও স্টল ছিল না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে এসে আশ্রয় নিতেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ক্রমশ অন্যদিকে গড়াতে শুরু করে। শেখ হাসিনাকে দিল্লি যাতে ঢাকার হাতে তুলে দেয়, সে বিষয়ে ইউনুস সরকারের তরফে আবেদন জানানো হয়। তবে ভারতের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

পাশাপাশি শেখ হসিনা (Sheikh Hasina) কোথায় রয়েছেন, সে বিষয়েও দিল্লির তরফে কোনওরকম কিছু জানানো হয়নি বাংলাদেশকে। ফলে মহম্মদ ইউনুসের সঙ্গে দিল্লির সম্পর্ক অন্য খাতে বাইতে শুরু করায়, পাকিস্তানের (Pakistan) সঙ্গে ঢাকার সখ্যতা বাড়ে। সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থার (ISI) প্রধান অর্থাৎ আইএসআই প্রধান বাংলাদেশে হাজির হন। ভায়া দুবাই হয়ে আইএসআই প্রধান বাংলাদেশে হাজির হন। আইএসআই প্রধানের ঢাকা সফর নিয়ে কেন এত গোপণীয়তা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ভারতকে এড়িয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষাই কি ঢাকার মূল উদ্দেশ্য? এমন প্রশ্নও ওঠে কূটনৈতিক মহলের তরফে।

এসবের মাঝেই এবার বাংলাদেশ বইমেলায় শেখ হাসিনার বই রাখায় যেভাবে স্টল ভাঙচুর করা হয়, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।